
বিনোদন ডেস্ক : রহমান-জোবেদা দম্পতির ছোট মেয়ে জেসি। তার বিয়ে হয়েছে সপ্তাহ খানেক আগে। জেসির বাবার পছন্দে এই বিয়ে হয়েছে। কারণ তার মুখের ওপর কথা বলার সাহস বাড়ির কারো নেই। এদিকে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে গিয়ে দিনারের বয়স একটু বেড়ে গেছে। তাই স্বপ্নবিলাসী জেসি কোনোভাবেই এ বিয়ে মেনে নিতে পারছে না। বিয়ের সাতদিনের মাথায় চলে আসে বাপের বাড়ি।
উপায়ন্তর না দেখে রহমান সাহেব জামাই দিনারকে অনুরোধ করেন দিন পনেরো এই বাড়িতে থাকতে। তারপর জেসি পড়ে বিপদে। দিন যায় কিন্তু জেসি আর দিনারের সম্পর্কের কোনো উন্নতি হয় না। এর মাঝে জেসির ফুফাত বোন মৌসুমি তাদের বাড়িতে আসে। এরপর পাল্টে যেতে থাকে দৃশ্যপট। এমন গল্প নিয়ে গড়ে উঠেছে ‘জ্যামিতিক রসায়ন’ নাটকের কাহিনি। এমনটাই জানিয়েছেন- নাটকটির নির্মাতা মাহমুদ হাসান রানা।
মাতিয়া বানু শুকু রচিত এ নাটকে জেসি চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা। আর দিনারের চরিত্রে দেখা যাবে সজলকে। এছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- দীপান্বিতা, শিল্পী সরকার অপু, নরেশ ভুইয়া প্রমূখ। আজ রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে নাটকটি প্রচারিত হবে বলেও জানিয়েছেন এই নির্মাতা।