বিনোদন ডেস্কঃ বলিউডে প্রেম হওয়া আর ভেঙে যাওয়া এখন তেমন নতুন কোন ঘটনা নয়। বলিউডের আলোচিত অভিনেত্রী দিশা পাটানির প্রেমের ঘটনা সবার জানা। টাইগার শ্রফের সাথে খুল্লাম-খুল্লা প্রেম করার পর এখন নতুন করে আবারও প্রেমের গুজনে এ অভিনেত্রী। টাইগার শ্রফকে বিয়ের কথা বলার পরেই ভেঙে যায় দীর্ঘ অর্ধ যুগের প্রেম। তবে এবার টাইগার শ্রফ নয় অন্য কাউকে নিয়ে আলোচনায় দিশা। নিজের হাতে করা একটা ট্যাটুর জন্য নতুন গুজন চাউর হয়েছে বলিউড পাড়ায়। আলোচনা শুরু করে দিয়েছে নেটিজেনরা।
গুঞ্জন উঠেছে লুকিয়ে লুকিয়ে প্রভাসের সঙ্গে প্রেম করছেন তিনি। আর সেই জল্পনার মাঝেই এবার মুখ খুললেন অভিনেত্রী। সম্প্রতি পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়া দিশার সেই ট্যাটুতে দেখা যায় ‘পিডি’ লেখা। যার পরই উস্কে যায় প্রভাস-দিশার প্রেমের গুঞ্জন। বেশ কয়েকজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভাইরাল হওয়া ছবির কমেন্ট সেকশনে মন্তব্য করেন। যাদের মধ্যে অনেকেরই মত ছিল, দিশা তার ‘কল্কি ২৮৯৮ এডি’ সহ-অভিনেতা প্রভাসের সঙ্গে প্রেম করছেন। প্রভাসের নামেরই আদ্যাক্ষর ওই ট্যাটুতে।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘প্রভাস (লাল হৃদয়ের ইমোজি) দিশা। আবার অনেকে শুধু ‘প্রভাস’ মন্তব্য করেছেন। এই জল্পনার কয়েক ঘণ্টা পরেই দিশা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন ট্যাটু নিয়ে মুখ খুললেন। তিনি তার ফিডে একই ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘আমার ট্যাটু ঘিরে এত কৌতূহল দেখে মজা পেয়েছি! বোঝার চেষ্টা করছি এত আনন্দ কীসের! দিশার রহস্যময় বক্তব্য আরও বাড়িয়ে দিল জল্পনা। যদিওবা ট্যাটুর অর্থ কি তা খোলাসা করেননি অভিনেত্রী।
সম্প্রতি দিশাকে তার কথিত প্রেমিক আলেকজান্ডার অ্যালেক্স ইলিচের সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে দেখা যায়। এই অ্যালেকজান্ডারের পুরো হাত ও বাইসেপ জুড়ে রয়েছে দিশা পাটানির মুখ। যদিও তারা তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত কিংবা অস্বীকার কোনোটাই করেননি। সূত্র : বলিউড লাইফ।