প্রভাস একসঙ্গে ১৫ পদের বিরিয়ানি খেতেন

বিনোদন ডেস্ক : বাহুবলি সিনেমা খ্যাত অভিনেতা প্রভাস। এ সিনেমায় তার শারীরিক গঠন ভক্তদের মুগ্ধ করেছে। আর এমন শারীরিক গঠন তৈরি করতে তাকে কী পরিমাণ ডায়েট ও শারীরিক কসরত করতে হয়েছে সে বিষয়টিও কারো অজানা নয়। কিন্তু এর মাঝেও চিট মিলের দিন নিয়মের তোয়াক্কা না করে ১৫ পদের বিরিয়ানি খেতেন প্রভাস। এমনটা জানিয়েছেন বাহুবলি সিনেমার পরিচালক এসএস রাজামৌলি।

সম্প্রতি যুক্তরাজ্যের ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে বাহুবলি-দ্য কনক্লুশন বা বাহুবলি সিনেমার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন রাজামৌলি। সেখানেই এ মজার তথ্য জানান তিনি।

এ প্রসঙ্গে রাজামৌলি বলেন, ‘কী ধরনের ডায়েট অনুসরণ করবে আমি এটি তাদের ওপর ছেড়ে দিতাম। আমি তাদের কোনো প্রকার চাপ সৃষ্টি করতাম না, তবে প্রভাসকে নিয়ে একটি মজার ঘটনা বলি- লাগাতার ডায়েটের পর রুটিনের অংশ হিসেবে মাসে একটি চিট মিল থাকত। ওই দিন তার খাবারের তালিকায় যা থাকত তা দেখার মতো। প্রায় ১০-১৫ পদের বিরিয়ানি, শুধু বিরিয়ানি, কোনো বাড়াবাড়ি করছি না। আপনি ভাবতেও পারবেন না এ রকম বিরিয়ানি আছে। বিভিন্ন ধরনের মাছ, মুরগী, খাসির মাংস। শুধু তাই নয় তরকারি, ভাজিও থাকত। যে ধরনের খাবারের পরিবেশনা থাকত আপনি তা ভাবতেও পারবেন না।’

সিনেমায় প্রভাস ও রানা দাগ্গুবতীর আত্মত্যাগেরও প্রশংসা করেন রাজামৌলি। তিনি মনে করেন, তারা দুজন যেভাবে নিজেদের শারীরিক গঠন ঠিক রেখেছেন তা সত্যিই কঠিন একটি ব্যাপার। গুঞ্জন শোনা যাচ্ছে, প্রভাসকে সঙ্গে নিয়ে আরো একটি সিনেমা বানাবেন তিনি।

বাহুবলি সিনেমার পর প্রভাসের নতুন সিনেমা সাহো। ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে। প্রকাশের পর থেকেই দর্শকের প্রশংসা কুড়িয়েছে এটি। সাহো সিনেমাটি পরিচালনা করছেন সুজিত রেড্ডি। এটি প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স। ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পাবে।