প্রলোভনের বিয়ে, শেষ গন্তব্য পাচার! উত্তরায় চীনপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার,উদ্ধার ৬ তরুণী

এস.এম.নাহিদ : রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে সক্রিয় থাকা একটি আন্তর্জাতিক মানবপাচার চক্রের ওপর ৪টি স্থানে একযোগে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে আছেন এক বাংলাদেশি নারী দালাল ও তিন চীনা নাগরিক। তাঁদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ছয় তরুণীকে, যাঁদের বয়সের বেশির ভাগই কিশোরী পর্যায়ে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এনএসআইয়ের ঢাকা উইংয়ের দীর্ঘ পর্যবেক্ষণ শেষে পুলিশের সহযোগিতায় উত্তরা পশ্চিম থানার চারটি বাসায় এই অভিযান পরিচালিত হয়। গোয়েন্দা সদস্যদের ভাষ্যে, প্রথমে প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে দরিদ্র পরিবারের মেয়েদের সঙ্গে প্রতারণামূলক সম্পর্ক গড়ে তুলত। পরে বিদেশে সুন্দর জীবনের স্বপ্ন দেখিয়ে তাঁদের এক বাসা থেকে আরেক বাসায় সরিয়ে চীনে পাচারের প্রস্তুতি নেওয়া হতো। এ প্রক্রিয়ায় মেয়েদের কার্যত ‘বেচাকেনা’ করা হতো চক্রের সদস্যদের কাছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-বাংলাদেশি সমন্বয়কারী মোছা. শাহনাজ (৪৫); চীনা নাগরিক সান (৩৫), পাসপোর্ট নং EC3663301; মেই শিয়াকটন (৬৫), ছদ্মনাম আরমান, পাসপোর্ট নং EN7084594; এবং হেনান-পাসপোর্ট নং EMI805999। উদ্ধার হওয়া ছয় নারী হলেন—বুশরা (১৪), আরহা ইসলাম (১৫), রানী (১৬), সৈয়দা আক্তার আয়শা (১৯), কোহিনুর বেগম (৪৫) এবং সুমাইয়া।

পুলিশ জানায়, চক্রটি উত্তরা এলাকায় একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছিল। দেশি দালালদের মাধ্যমে মেয়েদের সংগ্রহ করে চীনা নাগরিকদের কাছে বিক্রি করা ছিল তাদের প্রধান কার্যক্রম। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা হয়েছে।মামলা নং-১৩। উদ্ধার হওয়া তরুণীদের নিরাপত্তা, আইনগত সহায়তা ও মানসিক পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।গোয়েন্দা সংস্থার দাবি-চক্রটির বিস্তার আরও বড়, দেশে-বিদেশে তাঁদের সহযোগীদের শনাক্ত করা গেছে। নেটওয়ার্কের মূল হোতাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।