
জেলা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে লকডাউন প্রশাসনিক ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ, বাস্তবে কার্যকারিতা নেই। প্রশাসন বলছে, সামাজিক দূরত্ব মেনে যে কেউই জরুরি কাজ সম্পন্ন করতে পারবেন। আর নগরবাসী বলছেন, লকডাউন কার্যকর না থাকায় তারাও স্বাচ্ছন্দ্যে বের হচ্ছেন।
গত ৮ এপ্রিল পুরো জেলাকে লকডাউন ঘোষণা করে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সোমবার (৪ মে) সরেজমিনে দেখা গেছে, পুরো শহরের বিভিন্ন স্থানেই খোলা আছে মার্কেটগুলো। ক্রেতা কম থাকলেও বিক্রেতারা দোকান খুলে বসে আছেন। সড়কে সড়কে ইফতারি নিয়ে বসেছেন দোকানিরা, আছেন ভ্রাম্যমাণ হকাররাও। খুলেছে ২৪৭টি শিল্প প্রতিষ্ঠান। বাজার ও যানবাহন, অপ্রয়োজনে মানুষের ঘোরাঘুরিও চলছে।
সবকিছু চালু থাকলেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি তেমন একটা দেখা যায়নি শহরের কোথাও। পাশাপাশি সামাজিক দূরত্বও নেই নগরবাসীর মধ্যে।
শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল হালিম বলেন, ‘আমরা তো লকডাউন দেখছি না। সবাই বের হচ্ছে, আমরাও বের হচ্ছি। নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও তো তেমন দেখছি না।’
ব্যবসায়ী হাসান আহমেদ বলেন, ‘আমাদের মার্কেটের অনেকেই দোকান খুলেছে, তাই আমিও খুললাম। ঈদকে সামনে রেখে ধীরে ধীরে সবই খুলছে, তবে ক্রেতা নেই।’