প্রশাসনের নজিরবিহীন নিরাপত্তায় বীরের ভেসে দেশে ফিরলেন তারেক রহমান

১৭ বছর ৩ মাস ১৪ দিন পর পায়ের জুতা খুলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই খালি পায়ে দেশের মাটিতে পা রাখলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। বিমানবন্দরে নেমেই তিনি পায়ের জুতা খুলে হাতের মুঠোয় মাটি নিয়ে ঘ্রাণ নিলেন । এই দৃশ্যটি সারাদেশের মানুষের হূদয় স্পর্শ করেছে।

আজ ২৫ ডিসেম্বর সকাল ১১.৫৫ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসাকে কেন্দ্র করে সকাল থেকে বিমানবন্দর এলাকায় নেতা কর্মীদের নজরকাড়া উপস্থিতি ছিলো।

আজ সকালে দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদারের নেতৃত্বে পঁচিশ হাজার নেতাকর্মী নিয়ে বিমানবন্দর মহাসড়ক উত্তরা র‍্যাব- ১ এর এলাকায় তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন।

সকাল থেকে সড়কে যানচলাচল বন্ধ থাকায়

মূহুর্তের মধ্যে বিমানবন্দর মহাসড়কে নেমে আসে মানুষের ঢল।

এ সময় তারা “তারেক রহমান বীরের ভেসে আসছে ফিরে বাংলাদেশে” তারেক রহমানের ভয় নেই রাজপথ ছাড়ি নাই”

আবার কেউ কেউ স্লোগান তুলছেন গুলি করে নির্বাচন বন্ধ করা যাবে না, এমন স্লোগানে স্লোগানে মুখরিত উঠেছে পুরো বিমানবন্দর এলাকা। এ সময় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাসের জোয়ার ও চোখে মুখে আনন্দের চাপ দেখা যায়। তারেক রহমান হযরত শাহজালাল বিমানবন্দরে বিমান থেকে নেমে জুতা খুলে বাংলাদেশের মাটিতে পা রেখে প্রমান করেছে তিনি এদেশের মানুষকে কতটা ভালোবাসেন। নজিরবিহীন নিরাপত্তায়

বুলেট প্রুফ গাড়িতে চড়ে বিমানবন্দর ৮ নং গেইট দিয়ে বের হয়ে হাজার হাজার নেতা-কর্মীসহ সমর্থকদের হাত নেড়ে উষ্ণ ভালোবাসার জবাব দেন।

এ সময় কয়েক হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারেক রহমানকে বহন করা গাড়ির চারিপাশ নিরাপত্তার চাদরে ঘিরে হাঁটতে থাকেন সড়কে।

বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব বাহিনী,পুলিশ বাহিনী, বিজিবিসহ সাদা পোশাকের বিভিন্ন স্তরের গোয়েন্দা সংস্থার লোকজন নিয়ে ধীর গতিতে চলতে চলতে বেবিচকের সামনের সড়ক হয়ে উত্তরা বিমানবন্দর মহাসড়কে দাঁড়িয়ে থাকা সর্বস্তরের নেতাকর্মীদেরকে হাত নেড়ে নেড়ে অভিবাদনের জবাব দেন তারেক রহমান।

ডিএমপির স্মরণকালের নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা প্রশংসা করেন সাধারণ মানুষ। এ ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের সাথে সাথে ফ্যাসিস হাসিনার দম্ভের রাজনীতির পরাজয় হয়েছে এমনটাই বলছেন দেশের সাধারণ মানুষ।

তারা আরো বলেন তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন গতি ফিরে আসবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন মধ্যে প্রমাণিত হয়েছে বাংলাদেশের রাজনীতিতে কিছু ঘটনা কেবল রাজনৈতিক নয় তা ইতিহাস হয়ে ওঠে।

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়; বরং এটি ফ্যাসিস হাসিনার দীর্ঘ রাজনৈতিক দমন-পীড়ন, নির্বাসন, প্রতিশোধপরায়ণ শাসন এবং অহংকারের রাজনীতির অবসানের প্রতীক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৭ সালের ১১ মার্চ, সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন। নির্মম নির্যাতনের পরে মুক্তি পেলেও রাজনৈতিক বাস্তবতায় তিনি হুইল চেয়ারে চড়ে পরিবারসহ দেশের বাইরে যেতে বাধ্য হন। এভাবেই শুরু হয় তারেক রহমানের দীর্ঘ নির্বাসিত জীবন, লন্ডনে অবস্থান, মামলা, সাজা, রাজনৈতিক চরিত্র হননের একের পর এক প্রচেষ্টা।

ঐ সময়টাতে ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যার নেতৃত্বে শেখ হাসিনা টানা এক দশকেরও বেশি সময় রাষ্ট্রক্ষমতা ধরে রেখেছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানকে নিয়ে এই দীর্ঘ সময়ে শেখ হাসিনার বক্তব্যে এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য, বিদ্রুপ ও দম্ভের প্রকাশ বারবারই দেখা গেছে।

শেখ হাসিনা বিভিন্ন জনসভায় বক্তব্যে প্রায়ই বলতেন— ক্ষমতা থাকলে তারেক রহমান দেশে এসে রাজনীতি করুক। এই বাক্যের মধ্যেই ছিল ফ্যাসিস হাসিনার ক্ষমতার অহংকার। ইতিহাস বারবার প্রমাণ করেছে—ক্ষমতা চিরস্থায়ী নয়, দম্ভ আর অহংকার চিরস্থায়ী টিকে থাকে না। আল্লাহ তা’আলা জুলুম সহ্য করেন, কিন্তু অহংকার করেন না—এই বিশ্বাস শুধু ধর্মীয় নয়, ইতিহাসের বাস্তবতাও বটে।

১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার খবরে দেশের রাজনৈতিক অঙ্গনে যে আলোড়ন তৈরি হয়েছে, তা প্রমাণ করে—জনগণের রাজনীতিতে তার উপস্থিতি এখনও কতটা গুরুত্বপূর্ণ। বিএনপির তৃণমূল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা ও আবেগ কাজ করছে। দীর্ঘদিন যাকে “পলাতক”, “অযোগ্য”, “ভীত” বলে প্রচার করা হয়েছিল, সেই নেতাই আজ ২৫ ডিসেম্বর ইতিহাসের চাকা ঘুরিয়ে দেশে ফিরছেন।

আর প্রশ্ন উঠছে—যিনি বারবার বলতেন “দেশে এসে দেখাও”,

আজ তিনি কোথায়?

আজ শেখ হাসিনার অবস্থান নিয়েই জনমনে প্রশ্ন।

তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু একজন নেতার ফেরা নয়—এটি অহংকারের রাজনীতির বিরুদ্ধে সময়ের প্রতিশোধ। এটি প্রমাণ করে, দমন-পীড়ন দিয়ে ইতিহাসকে থামানো যায় না। সত্যকে নির্বাসনে পাঠানো যায়, কিন্তু মুছে ফেলা যায় না।

রাজনীতিতে সবচেয়ে বড় শিক্ষা হলো—ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু জনগণের স্মৃতি দীর্ঘস্থায়ী। যারা দম্ভ নিয়ে ইতিহাসের বিরুদ্ধে দাঁড়ায়, শেষ পর্যন্ত তারাই ইতিহাসের কাঠগড়ায় দাঁড়ায়। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে

আজ তারেক রহমান দেশে ফিরেছেন বীরের ভেসে।

জনগণের প্রশ্ন শেখ হাসিনা এখন কোথায়? তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তনে দেশের সাধারণ মানুষ আনন্দে উচ্ছ্বাসিত।