প্রশাসনের সাত উপসচিব পর্যায়ে রদবদল আনা

সচিবালয় প্রতিবেদক : প্রশাসনের সাত উপসচিব পর্যায়ে রদবদল আনা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত তিনটি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নাটোর জেলা প্রশাসনের কার্যালয়ের স্থানীয় সরকার সেকশনের উপপরিচালক মো. এনামুল হককে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. হামিদুর রহমান খানকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি মো. নজরুল ইসলামকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব, জনপ্রশাসনে ওএসডি মোহাম্মদ আজাদ ছাল্লালকে অর্থবিভাগের উপসচিব করা হয়েছে।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক মো. সারোয়ার বারীকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব ননী গোপাল বিশ্বাসকে জনপ্রশাসনে ওএসডি করা হয়েছে।

এ ছাড়া অন্য প্রজ্ঞাপনে অর্থবিভাগের উপসচিব হাবিবুর রহমানকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার সেকশনের উপপরিচালক করা হয়েছে।