প্রশাসন খাতে সংস্কার প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক : দেশের কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নে আর্থিক ও প্রশাসন খাতে সংস্কার প্রয়োজন বলে মনে করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, ‘সকল ক্ষেত্রেই প্রশাসন। এ থেকে আমাদের বেরিয়ে আসা দরকার।’

বুধবার রাজধানীর পল্টনে ফার ইস্ট টাওয়ারে ‘প্রেজেন্ট মার্কেট সেনেরিও অ্যান্ড চ্যালেঞ্জেস অব বাংলাদেশ ইন্সুরেন্স সেক্টর’ শীর্ষক জাতীয় সেমিনার-২০১৬ তে তিনি এ কথা বলেন। ইন্সুরেন্স খাতে দক্ষ কারিগর গড়ার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট এ সেমিনারের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমরা প্রশাসনের ভিতর থেকে বেরিয়ে আসতে পারি না। জনপ্রশাসন মন্ত্রণালয় একটি সেবামূলক মন্ত্রণালয়। এর নাম হওয়া উচিত জনসেবা মন্ত্রণালয়।’ এখানে যথেষ্ট সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ‘দেশের সার্বিক সক্ষমতা অনেক বৃদ্ধি পাচ্ছে। জিডিপি ক্রমান্বয়ে বাড়ছে। তবে ইন্সুরেন্সের ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি। এ খাতেও আমাদের সংস্কার প্রয়োজন।’ এ জন্য তিনি ইন্সুরেন্স খাতের দক্ষ ও পেশাদার ব্যক্তিদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।

ইন্সুরেন্স খাতের পেশাদার ব্যক্তিদের উদ্দেশ্যে এম এ মান্নান বলেন, ‘বর্তমান সরকার সংস্কার এবং উন্নয়নের সরকার। আপনারা সংস্কারের জন্য যদি কিছু গাইড লাইন সরকারের নিকট উপস্থাপন করেন, আমার দৃঢ় বিশ্বাস সরকার সেটাকে অবশ্যই মূল্যায়ন করবেন। স্বার্থের সংঘাত এড়িয়ে উন্নয়নের জন্য সকলকে এগিয়ে আসতে হবে।’

ইন্সুরেন্স দেশের জিডিপিতে বড় ভূমিকা রাখতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘ছোট খাটো কিছু সমস্যা থাকবেই, তবে এগুলোকে মাথায় না রেখে বিশাল এ খাতকে বাড়তে দিতেই হবে। শুধু সংস্কার হলেই হবে না, সঙ্গে সঠিক নিয়ন্ত্রণও থাকা দরকার।’ এর জন্য প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকার কথা বলেন তিনি।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান বলেন, ‘ইন্সুরেন্স খাতে দেশ পিছিয়ে থাকার একমাত্র কারণ এ খাতে দক্ষ কারিগর নেই। এর জন্য ইন্সুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি বাংলাদেশ (আইডিআরএ) বিমাবিষয়ক উচ্চশিক্ষা ব্যবস্থার দাবি জানিয়েছে। আশা করি, অল্প কিছু দিনের মধ্যে এটার বাস্তবায়নও হবে।’

আর্থিক খাতে ইন্সুরেন্সের সমালোচনা করে তিনি বলেন, ‘ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে এ খাত দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অনেক অবদান রাখছে। তবে এ খাতে কিছু সমস্যাও রয়েছে। তার মধ্যে মরণোত্তর দাবি পূরণের ক্ষেত্রে কিছুটা বিলম্বিত হওয়া, যা জনমনে শঙ্কা সৃষ্টি করে। এ জায়গাতে পরিবর্তন হওয়া দরকার।’

প্রাইম ফিন্যান্সিয়াল গ্রুপের চেয়ারম্যান এম এ খালেকের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইডিআরএ এর সদস্য মো. কুদ্দুস খান।