প্রশ্নপত্র ফাঁস রোধে দেশে প্রচলিত পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করতে হবে

নিজস্ব প্রতিবেদক : প্রশ্নপত্র ফাঁসে যারা জড়িত তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি বিজি প্রেসের আধুনিকায়ন করতে হবে।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘প্রশ্নপত্র ফাঁস রোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব অভিমত দেন।

আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ( ক্র্যাব)।

সভায় বক্তারা বলেন, প্রশ্নপত্র ফাঁসে বিজি প্রেসের কর্মচারী, শিক্ষক ও অভিভাবকরা জড়িত। এছাড় পরীক্ষাকেন্দ্রের দপ্তরি ও কর্মচারীরাও এ কাজ করেন। প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছানোর ম্যানুয়াল পদ্ধতিরও পরিবর্তন করতে হবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার ( অপরাধ) শেখ নাজমুল আলম বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষা পদ্ধতি ও ছাপার কাজে পরিবর্তন আনতে হবে। পরীক্ষা পদ্ধতির পরিবর্তনের পাশাপাশি এমসিকিউও তুলে দিতে হবে। কারণ, বিশ্বের কোথাও এ পদ্ধতি নেই। পুরো পরীক্ষা পদ্ধতি সৃজনশীল হলে প্রশ্নপত্র ফাঁস রোধ হবে। এছাড়াও প্রতিটি পরীক্ষায় গঠিত কমিটির পাশাপাশি সরকারের পক্ষ থেকেও সদস্য রাখতে হবে। তাহলে তারা বিষয়গুলো নজরে রাখতে পারবেন।

তিনি আরো বলেন, বিজি প্রেসের আধুনিকায়ন না করা পর্যন্ত সেখানে প্রশ্নপত্র ছাপানো ঠিক হবে না। এছাড়া অভিভাবকদের সচেতনার পাশাপাশি ছেলেমেয়েদের নৈতিক শিক্ষাও দিতে হবে।

সামনের এইচএসসি পরীক্ষায় কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে সকাল সাড়ে ৯টার পর প্রবেশ করতে দেওয়া হবে না। টানা দুই থেকে তিন দিন কোনো শিক্ষার্থী সাড়ে ৯টার পর প্রবেশ করলে তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না বলে জানান তিনি।

জাতীয় শিক্ষা ও পাঠ্যক্রম বিশেষজ্ঞ মমতাজ লতিফ বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষার কারণেও প্রশ্নপত্র ফাঁস বেড়েছে। বিজি প্রেসের কর্মচারীরা আগে মুখস্ত করে ফাঁস করত। এখনো তারা তা করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে। এজন্য তাদের মনিটরিংয়ের জন্য বিজি প্রেসে অবশ্যই সিসি ক্যামেরা থাকতে হবে।

পরীক্ষায় ফেল শব্দটি তুলে দিতে হবে। এর বদলে গ্রেডিং পদ্ধতি অব্যাহত রাখার ব্যাপারে মতামত দেন এই পাঠ্যক্রম বিশেষজ্ঞ।

ক্যামব্রিয়ান স্কুল ও কলেজের চেয়ারম্যান লায়ন এম কে বাশার বলেন, যারা পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র নিয়ে যাচ্ছেন তারাই এ কাজ করছেন। এটা রোধে পাঠ্যবইগুলো একটি ডিভাইসে আনা দরকার।

দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক মিজান মালিক বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে একটি সেল গঠন করা যেতে পারে। এতে সহজে প্রশ্নফাঁসকারীকে শনাক্ত করা সম্ভব।

অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, সরকারের আন্তরিকতা ও সদিচ্ছা ইচ্ছা থাকলে সব সম্ভব। প্রশ্নফাঁস রোধে বোর্ডের কর্তৃপক্ষকে জানালেও তারা কোনো গুরুত্ব দেন না। বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি অস্বীকার করার কারণে এটি মহামারী আকার ধারণ করেছে। তবে সরকার বর্তমানে যেসব পদ্ধতি হাতে নিয়েছেন সেগুলো বাস্তবায়িত হলে তা রোধ হবে বলে বিশ্বাস করি।

জেএসসি, জেডিসিসহ পাবলিক পরীক্ষা কমিয়ে মাত্র একটি পরীক্ষা নেওয়ার প্রস্তাব করেন তিনি।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনর সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এম এম বাদশা, দপ্তর সম্পাদক রুদ্র রাসেল প্রমুখ।