
সচিবালয় প্রতিবেদক : সব ধরনের পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকারি ছাপাখানা বিজি প্রেসে কর্মরত কর্মকর্তা–কর্মচারীদের পাশাপাশি তাদের পরিবারকেও নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
আগামী ২ ফেব্রুয়ারি সারাদেশে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসি পরীক্ষা। এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
পরীক্ষা শুরুর তিন দিন আগে শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। এতে পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কী কী করা হয়েছে- কথা হয় তা নিয়েও।
শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিজি প্রেসের সবাইকে নজরদারিতে রাখা হয়েছে, যাতে কেউ প্রশ্ন ফাঁস না করতে পারে। এমনকি তাদের পরিবারকেও ছাড় দেওয়া হচ্ছে না।
প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজবে কান না দিতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। বলেন, ‘গুজবে কান দেওয়া যাবে না। প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই।’
এদিকে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষা বিষয়ে প্রেস ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে আট লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র এবং আট লাখ আট হাজার ৫৯০ জন ছাত্রী। গতবারের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৭২ হাজার ২৫৭ জন। গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ পরীক্ষার্থী অংশ নিয়েছিল।
২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষা চলবে ২ মার্চ পর্যন্ত। ৪ মার্চ সঙ্গীতের ব্যবহারিক পরীক্ষা এবং ৫ থেকে ১১ মার্চের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে।