জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অংশ নিচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। নয়টি বোর্ডের অধীনে এবার মোট ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে জেএসসিতে রয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ পরীক্ষার্থী এবং মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে রয়েছে ৩ লাখ ৭৪ হাজার ৪৭২ জন পরীক্ষার্থী। তাদের পরীক্ষা নির্বিঘ্ন ও ভালো হোক।
এবার জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রশ্ন ফাঁস করার ব্যাপারে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী ফেসবুকে পর্যন্ত প্রচার চালিয়েছে। দেশে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এখন সাধারণ ঘটনা। এর আগে প্রাথমিক সমাপনী, জেএসসি-জেডিসি, এসএসসি ও এইচএসসি এমনকি বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল পর্যায়ে ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষার ক্ষেত্রেও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, যা উদ্বেগ সৃষ্টি করেছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। পরীক্ষা শুরুর আগেই কোনো কোনো শিক্ষার্থী প্রযুক্তির অপব্যবহার করে মোবাইল ফোন সেটে ইন্টারনেটে প্রশ্ন দেখার সুযোগ পান। এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে গ্রেফতার করেছে। এদিন প্রশ্ন জালিয়াতির ঘটনা ঘটেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচজনকে আটক করেছে । এই প্রশ্ন ফাঁস ও জালিয়াতির পেছনে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের বিষয়টি কারও অজানা নয়।
পাবলিক পরীক্ষায় যাতে প্রশ্নপত্র ফাঁস হতে না পারে সে জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়। কিন্তু তা সত্ত্বেও প্রতিবারই প্রতি পরীক্ষায় নতুন নতুন কৌশলে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। উদ্বেগের সবচেয়ে বড় কারণ এখানেই। পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হলে এর ব্যাপক প্রভাব পড়বে শিশু পরীক্ষার্থীদের ওপর,এমনকি তাদের অভিভাবকদের ওপর। আগামী দিনগুলোতে অভিভাবকরা ছুটতে পারেন প্রশ্ন ফাঁস হয়েছে কি না, সে খবর নিতে। প্রশ্ন ফাঁস হলে তারা তা পাওয়ার চেষ্টা করবেন নয়তো নিজেরাই প্রশ্নপত্র ফাঁস করার উপায় খুঁজবেন। এর মধ্য দিয়ে শিশু শিক্ষার্থী ও এই সমাজ একটি অশুভ ও অনৈতিক পথের সঙ্গে পরিচিত হবে। আর এটা হবে অত্যন্ত দুঃখজনক।
পাবলিক পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় নৈতিক অধঃপতনের চিত্রই ফুটে ওঠে। এই অধঃপতন ও জালিয়াতি রোধে সবাইকে সোচ্চার হতে হবে এবং সচেতনতা সৃষ্টিকারী ভূমিকা পালন করতে হবে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের খেয়াল রাখতে হবে যাতে জেএসসি ও জেডিসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মত ঘটনা ঘটতে না পারে। এই পাবলিক পরীক্ষায় প্রশ্ন জালিয়াতি ঠেকানো না গেলে সার্বিক অর্থে শিক্ষার্থী ও সমাজের যে ক্ষতি হবে তা কোনোভাবেই পূরণ করা সম্ভব হবে না।