প্রশ্নের মুখে সঞ্জয়ের কারামুক্তি

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ১৯৯৩ সালে মুম্বাইয়ে বোমা হামলার সময় বেআইনি অস্ত্র রাখায় পাঁচ বছর কারাদণ্ড দেয়া হয় তাকে। পুনের ইয়েরওয়াড়া জেলে কারাভোগের পর নির্ধারিত সময়ের আগেই গত বছর ফেব্রুয়ারিতে মুক্তি পান এ অভিনেতা। ভালো ব্যবহারের জন্য নির্ধারিত সময়ের আগেই তাকে কারামুক্তি দেয়া হয়েছে বলে জানা যায়।

এখন সঞ্জয়ের এই কারামুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন বোম্বে উচ্চ আদালত। মহারাষ্ট্র সরকারকে বিষয়টি পুনর্বিবেচনা করার জন্যও বলেছেন আদালত।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিচারপতি আরএম সাভান্ত এবং সাধনা জাদবের একটি বেঞ্চ মহারাষ্ট্র সরকারের কাছে সঞ্জয়ের কারামুক্তির যাবতীয় কার্যক্রম বিবৃতি আকারে প্রদান করতে বলেছেন। আদালত জানতে চেয়েছেন, ‘পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের (প্রিজন) সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল নাকি জেল সুপারিটেনডেন্ট সরাসরি সরকারের কাছে সুপারিশ করেছেন? কর্তৃপক্ষ কীভাবে নির্ণয় করেছেন, সঞ্জয়ের আচরণ ভালো ছিল? তারা এটি নির্ণয়ের সময় কীভাবে পেলেন, যেখানে বেশিরভাগ সময়ই সঞ্জয় প্যারোলে মুক্ত ছিলেন?’

নির্ধারিত সময়ের আগে সঞ্জয়ের মুক্তি নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানিতে আদালত এ বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলেন।

সঞ্জয়ের কারাভোগের সময়টুকু পুরোটাই ছিল প্রশ্নবিদ্ধ। কারভোগের প্রথম বছর ১১৮ দিন প্যারোলে মুক্ত ছিলেন তিনি। অনেকেই প্রশ্ন তোলেন সরকার এ অভিনেতার প্রতি পক্ষপাতিত্ব করছে। যদিও কারা কর্তৃপক্ষ সবসময়ই বলে আসছে, সঞ্জয়কে কোনো বিশেষ সুবিধা দেয়নি তারা।