
সম্প্রতি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন বীণা কক। সেখানে দেখা যাচ্ছে, ঘনিষ্ট বন্ধু এবং বডিগার্ড শেরার সঙ্গে সাফারিতে ঘুরছেন ভাইজান খ্যাত সালমান। ক্যাপশনে ছিল, ‘আউট অন আ সাফারি’।
তবে ছবিতে কাউকেই মাস্ক পরতে দেখা যায়নি। অথচ করোনার দ্বিতীয় ঢেউ উঠেছে ভারতে। স্বভাবতই নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন সলমন এবং তাঁর সঙ্গীরা মাস্ক ছাড়া সাফারিতে বেরিয়েছেন?
১৩ মে মুক্তির অপেক্ষায় রয়েছে সালমানের ‘রাধে টু’। একই দিনে মুক্তি পাচ্ছে জন আব্রাহামের ‘সত্যমেব জয়তে টু’। তা নিয়ে অবশ্য সলমনের কোনও মাথাব্যথা নেই। সব ভাবনা থেকে কিছু দিন নিজেকে দূরে সরিয়ে রাখতেই জয়পুরে ছুটি কাটাতে গিয়েছেন সালমান।
কিন্তু করোনা দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই প্রভাব বিস্তার করতে শুরু করেছে। মহারাষ্ট্র, গুজরাট, কেরল সহ একাধিক রাজ্যে নতুন করে সংক্রমণ বাড়ছে। তা শর্তেও সলমন মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে সাফারিতে। এই নিয়ে প্রশ্ন তুলেছে এক দল নেটিজেন। তবে সলমন দিব্যি খোশমেজাজে রয়েছেন।
প্রসঙ্গত, এই ছবিটিতে সলমন ছাড়াও রয়েছেন দিশা পাটানি, রণদীপ হুডা, জ্যাকি শ্রফরা।