প্রশ্নে সাম্প্রদায়িক উসকানি ‘দুঃখজনক’, উসকানিদাতাদের চিহ্নিত করে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

উচ্চমাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্নপত্রের একটি প্রশ্নে যেভাবে সাম্প্রদায়িক উসকানি দেয়া হয়েছে, তাকে ‘দুঃখজনক’ বর্ণনা করে ‘উসকানিদাতাকে’ চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি৷

বুধবার (৯ নভেম্বর) দুপুরে শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা ফাউন্ডেশন আয়োজিত ‘৭১-এ গণহত্যার জাতিসংঘের স্বীকৃতি চাই’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, ‘খুবই দুঃখজনক যে কোনো একজন প্রশ্নকর্তা হয়তো এই প্রশ্নটি করেছেন এবং যিনি মডারেট করেছেন, সেটি তারও দৃষ্টি এড়িয়ে গেছে কোনোভাবে। আমরা চিহ্নিত করছি, এই প্রশ্ন সেট এবং মডারেট করেছেন কে, তদন্তসাপেক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এরপর থেকে প্রশ্নকর্তা ও মডারেটর নিয়োগে আরও সতর্ক হতে হবে। তদন্ত রিপোর্ট আসার পর আমরা সিদ্ধান্ত নেব, তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে। প্রশ্নকর্তা ও মডারেটর হিসেবে দায়িত্ব দেয়ার ক্ষেত্রে আমাদের আরও সতর্ক হতে হবে। সব বোর্ডকে আরও সতর্ক হতে হবে। আমাদের সিস্টেমে সেটা আরও ভালো করতে হবে।’

এদিকে মঙ্গলবার (৮ নভেম্বর) প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনকারী পাঁচজনকে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তরা হলেন: প্রশ্নপত্র প্রণেতা ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পাল, প্রশ্নপত্র পরিশোধনকারী নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক সৈয়দ তাজুদ্দিন শাওন, সাতক্ষীরা সহকারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. শফিকুর রহমান, নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ এবং কুষ্টিয়ার ভেড়ামারা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম।