
রেজাউর রহমান চৌধুরী; ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, পর্যটন শিল্পের বিকাশ ও প্রসারের পাশাপাশি রেসপনসিকল ট্যুরিজমের ক্ষেত্রেও আমাদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। অন্যথায় বিকাশমান এ শিল্পের সম্ভাবনা নস্যাৎ হয়ে যাবে।
তিনি বলেন, পর্যটকের ভারে সেন্টমার্টিন, রাতারগুল, জাফলং, বিছানাকান্দিসহ যে সব পর্যটন স্থাপনা পরিবেশ ও প্রতিবেশগত ঝুঁকির মধ্যে রয়েছে এগুলোর সংরক্ষণে সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরকেও এগিয়ে আসতে হবে।
মন্ত্রী বলেন, কয়েক বছরের অন্তহীন প্রয়াসে প্রাইভেট সেক্টরের সহযোগিতায় সরকার বাংলাদেশের পর্যটন শিল্পের জন্য একটি মসৃন রানওয়ে তৈরি করেছে। এ রানওয়ে দিয়ে এ শিল্প দ্রুত গতিতে এগিয়ে চলছে। শীঘ্রই এটি টেইকঅব করবে।
তিনি আজ সকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) সম্মেলন কক্ষে ‘পর্যটন শিল্পের উন্নয়ন ও দায়িত্বশীল পর্যটন’ বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বিটিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মোহা¥মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তৃতা করেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক, হিলের এমডি কে এম আবদুস সালাম, বিটিবি’র পরিচালক নিখিল চন্দ্র রায়, পাটা বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট শহীদ হামিদ, রিজেন্ট এয়ারের সিসিও হানিফ জাকারিয়া, হানিফ পরিবহনের এমডি রমেশ চন্দ্র ঘোষ, গ্রিন লাইন পরিবহনের চেয়ারম্যান হাজী আলাউদ্দিন, রিসোর্ট এসোসিয়েশনের খবির উদ্দিনআহমেদ প্রমুখ।