প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬-এর সাতটি উপধারা সংশোধনের দাবি

নিজস্ব প্রতিবেদক : প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬-এর সাতটি উপধারা সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের নেতারা এ দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬-এর সাতটি উপধারা বাংলাদেশের প্রকাশনা শিল্পের অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি। প্রস্তাবিত শিক্ষা আইনের খসড়ায় আমাদের দাবির পরিপ্রেক্ষিতে কিছু সংশোধন আনা হলেও মূল সমস্যা রয়েই গেছে।

তারা বলেন, প্রস্তাবিত খসড়া আইনের ২(৩১) উপধারা, প্রথম অধ্যায়ের ৭(৬) ধারা, তৃতীয় অধ্যায়ের-২১(৫) ধারা, ৭(১১) ধারা, ৭(১২) ধারা, ৭(৯) ধারা ও ২১(৬) ধারায় সংশোধন ও বাতিলের দাবি জানান তারা।

পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতারা বলেন, প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬-এর খসড়ার ২(৩১) উপধারায় প্রদত্ত ‘নোট বই ও গাইড বই’ এর সংজ্ঞাটি আইনে অপ্রাসঙ্গিক। এ সংজ্ঞা ভবিষ্যতে বিভ্রান্তির সৃষ্টি করবে।

নেতারা বলেন, দেশের ৯৭ শতাংশ শিক্ষার্থী সহায়ক গ্রন্থের ওপর নির্ভরশীল। সহায়ক গ্রন্থ প্রকাশ বন্ধ করলে এ প্রকাশনা শিল্পের সঙ্গে জড়িত মুদ্রণ শিল্প, কাগজ শিল্প, বাঁধাই শিল্প, কালি শিল্পসহ পুস্তক-বিক্রেতা ও প্রকাশকেরা মারাত্মক ক্ষতির মুখে পড়বে। প্রকাশনা শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ২৫ লক্ষাধিক মানুষ বেকারত্বের ঝুঁকিতে পড়বে। প্রস্তাবিত শিক্ষা আইন জাতীয় গ্রন্থনীতির পরিপন্থী। খসড়া শিক্ষা আইনের নোট ও গাইড বইয়ের সংজ্ঞা এবং বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার ধারা-উপধারাসমূহ বাতিলের দাবি জানান তারা।

এ সময় বাপুসের ভারপ্রাপ্ত সভাপতি মো. সালাউদ্দিন, সহসভাপতি শ্যামল পাল প্রমুখসহ মানববন্ধনে পাঠ্যপুস্তক সমিতির নেতারা ছিলেন।

মানববন্ধনে অংশ নিয়ে একাত্মতা পোষণ করে এতে অংশ নেয়- বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি, বাংলাদেশ পুস্তক বাঁধাই ব্যবসায়ী সমিতি। এ ছাড়া বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিপণন সমিতি, বাংলাদেশ পেপারস মার্চেন্ট অ্যাসোসিয়েশনসহ কয়েকটি সংগঠন।