নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুত করা হয়েছে গাবতলীর পশুর হাট। এরই মধ্যে বেপারিরা নিয়ে আসতে শুরু করেছেন গবাদিপশু।
শুক্রবার গাবতলীর গরুর হাট ঘুরে দেখা গেছে, হাটের প্রায় সকল কাজ সম্পন্ন হয়েছে।
গাবতলী পশুর হাট পরিচালনা কমিটি জানান, অন্য সময়ে হাটের বাইরে ট্রাক ও রিকশা রাখা হয়। কিন্তু ঈদের সময় যে জায়গাগুলোতে পশু রাখা এবং বিক্রি করা হয় সেসব স্থান খালি করা হয়েছে। পশু রাখার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া হাটের পাশেই দেখা গেছে ইজারা কাউন্টার, পুলিশ-র্যাবের কনট্রোল রুম ও ওয়াচ টাওয়ার।
গাবতলী পশুর হাটের পরিচালনা কমিটির সদস্য মো. সানোয়ার হোসেন বলেন, ‘এক মাস ধরে হাট বসানো কাজ চলছে। হাট প্রস্তুতির কাজ শেষ। আশা করি, দুই তিন দিনের মধ্যে কোরবানির পশুর হাট জমে উঠবে।’
তিনি বলেন, ‘ব্যবসায়ীদের ইজারা দিতে যেন ভোগান্তি না হয়ে সেই লক্ষ্যে এই বছর আমরা ১০টি কাউন্টার তৈরি করেছি। এ ছাড়া নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী কনট্রোল রুম ও ওয়াচ টাওয়ার নির্মাণ করেছে।’
তিনি বলেন, ‘ব্যবসায়ীদের ও ক্রেতাদের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি আমাদের কমিটির স্বেচ্ছাসেবকরাও কাজ করবেন।’
গাবতলী হাটের এক ইজারাদার বলেন, কোরবানি ঈদের ১০ দিন বাকি। ইতিমধ্যে গাবতলী হাটে গরু, ছাগল, মহিষের বিক্রি শুরু হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক বেপারি এ হাটে কেনাকাটা করছেন। তবে ঈদের চার থেকে পাঁচ দিন আগে হাটে কেনাবোচ জমে উঠবে।’
বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, ‘আমরা দেশি গবাদিপশুর ওপর সব সময় নির্ভরশীল। স্বাভাবিক সময়ের চাহিদা পূরণ হচ্ছে দেশি গরু-ছাগলে। তবে কোরবানির সময় কিছুটা টানাটানি হয়। ভারত গরু রপ্তানি বন্ধ করায় বিকল্প হিসেবে নেপাল, ভুটান, মিয়ানমার থেকে পশু আমদানি করা হচ্ছে। এবারও সহনীয় দামে মানুষ পশু কিনতে পারবে বলে আশা করছি।’