নিজস্ব প্রতিবেদক : পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক (আইজিপি) মো. ইসমাইল হুসেন আর নেই।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বার্ধক্যজনিক কারণে ইসমাইল হুসেন অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভোরে তিনি মারা যান। আজ দুপুর দেড়টায় রাজারবাগে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তন প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
ইসমাইল হুসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইজিপি একেএম শহীদুল হক।
মো. ইসমাইল হুসেন বাংলাদেশ পুলিশের ১৬তম মহা পরিদর্শক ছিলেন। তিনি ১৯৯৭ সালের ১৬ নভেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর ১৯৯৮ সাল পর্যন্ত পুলিশের এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।