ঢাকা: বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ও দিনাজপুরের প্রাক্তন এমপি এম আব্দুর রহিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ।
রোববার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।
রওশন এরশাদ বলেন, জাতির পিতার ঘনিষ্ঠ সহচর ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম আব্দুর রহিম মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছিলেন এবং বাংলাদেশের সংবিধান প্রণয়নে যে ভূমিকা রেখেছেন, জনগণ তা চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
এম আব্দুর রহিম (৯০) রোববার সকালে ঢাকায় বারডেম হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।