প্রাক্তন যুগ্ম জেলা জজের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে দুদক

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের প্রাক্তন যুগ্ম জেলা জজ ড. আবুল হোসেনের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে সম্প্রতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে।

ওই সূত্র জানান, প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে অবৈধ সম্পদের খোঁজ পাওয়ায় এরই মধ্যে কমিশনের পক্ষ থেকে সম্পদ বিবরণীর নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার ওই জেলা জজ আবুল হোসেন চার পৃষ্ঠার সম্পদের হিসাব দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল বরাবর দাখিল করেছেন।

এ বিষয়ে দুদক সূত্রে আরো জানায়, নারায়ণগঞ্জের প্রাক্তন জেলা জজ ড. আবুল হোসেন বর্তমানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন। দুদকের অনুসন্ধানে অবৈধ সম্পদের তথ্য পাওয়ার পরই সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দেওয়া হয়েছিল। এরপর আবুল হোসেনের দাখিল করা সম্পদ বিবরণী যাচাই করতে দুদকের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামানকে নিয়োগ দিয়েছে কমিশন। দুদক পরিচালক এ. কে. এম জায়েদ হোসেন তদারকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।