প্রাক্তন সংসদ সদস্য আব্দুর রব চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক : রোববার সকাল ৯টায় বার্ধক্যজনিত কারণে রাজধানীর গুলশানে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, রাজনীতিবিদ, প্রাক্তন সংসদ সদস্য আব্দুর রব চৌধুরী আর নেই।

বাদ জোহর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন প্রাঙ্গন ও বাদ আসর গুলশান আজাদ মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।পরে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে।

আব্দুর রব চৌধুরীর মৃত্যুতে বেসরকারী সংস্থা ডর্‌প এর প্রতিষ্ঠাতা ও গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ী এএইচএম নোমান, রামগতি উপজেলা সমিতি, ঢাকা-এর সভাপতি-মো. মেশকাত উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক-মো. নাজিম উদ্দিন ও ট্রেজারার মো. নজরুল ইসলাম, গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।