প্রাক্তন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন মিয়ার নামাযে জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : প্রাক্তন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন মিয়ার নামাযে জানাজা শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

এর আগে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে সার্জেন্ট এট আর্মস, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের নেতৃত্বে হুইপরা এবং বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধীদলীয় হুইপ নুরুল ইসলাম ওমর, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) পক্ষে আ স ম আবদুর রবসহ দলীয় নেতারা মরহুমের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।

মরহুমের জানাজায় সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা, মো. আব্দুর রাজ্জাক, শামসুল হক টুকুসহ সর্বস্তরের নাগরিক, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে মরহুমের রাজনৈতিক কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব আলোকপাত করেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

আবদুল মতিন (৭১) শুক্রবার ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।