নিজস্ব প্রতিবেদক : রোববার শোকর্বাতায় স্পিকার বলনে, ‘দেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ ১৯৯১ সালে চট্টগ্রাম-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একজন সক্রিয় মুক্তিযোদ্ধা। তার মৃত্যুতে দেশ একজন ত্যাগী ও নির্লোভ রাজনীতিবিদ এবং সমাজসেবক হারালো। তার মৃত্যু একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদের মৃত্যু।’ প্রাক্তন সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফের মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
স্পিকার মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরবিারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি ও চিফ হুইপ আ স ম ফিরোজ এমপির তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, মোহাম্মদ ইউসুফ রোববার সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়ছেলি ৬৯ বছর। তিনি র্দীঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।


