
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি)পরীক্ষার ফল প্রকাশ হবে আজ।
বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করবেন।
সংবাদ সম্মেলনের পর মোবাইল ফোনে এসএমএস ও ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।
প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল পেতে
DPE/EBT স্পেস দিয়ে প্রার্থীর নিজ উপজেলা/থানার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd এবং dperesult.teletalk.com.bd ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।