
নিজস্ব প্রতিবেদক : শনিবার পিইসি পরীক্ষার ফল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) পাসের হার ৯৫ দশমিক ১৮ শতাংশ। যা গত বছর ছিল ৯৮ দশমিক ৫১ শতাংশ। ফলে এবার পাসের হার কমেছে ৩ দশমিক ৩৩ শতাংশ।
গত বছরের তুলনায় এ বছর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার কমেছে যথাক্রমে ৩ দশমিক ৩৩ শতাংশ ও ২ দশমিক ৯১ শতাংশ।
এছাড়া গতবার ২ লাখ ৮১ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে ২ লাখ ৬২ হাজার ৬০৯ জন। এক বছরের ব্যবধানে জিপিএ-৫ কমেছে ১৯ হাজার ২৮৯ জন।
এদিকে পাসের হার কমেছে সমমানের ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাতেও। এবার ইবতেদায়িতে পাসের হার ৯২ দশমিক ৯৪ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৫ দশমিক ৮৫ শতাংশ। ফলে পাসের হার কমেছে ২ দশমিক ৯১ শতাংশ।
উল্লেখ্য, গত ১৯ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা হয়। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৮ লাখ ৪ হাজার ৫০৯ জন এবং ইবতেদায়িতে ২ লাখ ৯১ হাজার ৫৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। দুটো মিলিয়ে প্রায় ৩১ লাখ পরীক্ষার্থী অংশ নেয়।