
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীরা ছয়টি বিষয়ের মধ্যে খারাপ ফল করেছে ইংরেজিতে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ফলাফলের সারসংক্ষেপে এ তথ্য পাওয়া যায়।
অধিদপ্তরটির তথ্যে আরো দেখা যায়, ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে শিক্ষার্থীরা ভালো ফলাফল করলেও বেশি খারাপ করেছে ইংরেজিতে। এ বিষয়ে পাশের হার ৯৭ দশমিক ৫০ শতাংশ, যা সংখ্যায় ২৬ লাখ ৩১ হাজার ৪২৬ জন।
এ ছাড়া সবচেয়ে বেশি পাশ করেছে ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে। এ বিষয়ে পাশের হার ৯৯ দশমিক ৭৪ শতাংশ ও সংখ্যায় ২৬ লাখ ৮৯ হাজার ৯৯৬ জন। বাংলায় পাস করেছে ৯৮ দশমিক ৯০ শতাংশ, যা সংখ্যায় ২৬ লাখ ৬৮ হাজার ৪১৮ জন, গণিতে ৯৮ দশমিক ২১ শতাংশ, যা সংখ্যায় ২৬ লাখ ৪৮ হাজার ৪২৫ জন, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ৯৯ দশমিক ২৩ শতাংশ, যা সংখ্যায় ২৬ লাখ ৭৬ হাজার ৭৪০ জন এবং প্রাথমিক বিজ্ঞানে ৯৯ দশমিক ৪৮ শতাংশ, যা সংখ্যায় ২৬ লাখ ৮৩ হাজার ১৪৮ জন।
এদিকে ইবতেদায়ি সমাপনী পরীক্ষায়ও সবচেয়ে কম পাশ করেছে ইংরেজিতে। এতে ইংরেজিতে পাশের সংখ্যা ৯৬ দশমিক ৯১ শতাংশ, যা সংখ্যায় ২ লাখ ৪৭ হাজার ৭৯৪ জন। বাংলায় ৯৮ দশমিক ৪৮ শতাংশ, যা সংখ্যায় ২ লাখ ৫২ হাজার ৪৮১ জন। গণিতে ৯৮ দশমিক ১৫ শতাংশ, যা সংখ্যায় ২ লাখ ৪৯ হাজার ৯০১ জন, কোরআন ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহে ৯৯ দশমিক ৩৩ শতাংশ, যা সংখ্যায় ২ লাখ ৫৩ হাজার ১১৯ জন, আরবিতে ৯৭ দশমিক ৮৪ শতাংশ, যা সংখ্যায় ২ লাখ ৪৯ হাজার ৪০০ জন এবং পরিবেশ পরিচিতি সমাজ ও পরিচিতি বিজ্ঞানে ৯৮ দশমিক ৫০ শতাংশ, যা সংখ্যায় ২ লাখ ৫১ হাজার ২৮০ জন।