
তফিজ উদ্দিন আহমেদ: প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে সারা দেশের ন্যায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি খানসামা উপজেলা শাখা কর্তৃক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
সরকারি প্রাথমিক বৃত্তি ২০২৫ পরীক্ষায় বৃত্তি কমিটির সিদ্ধান্ত মোতাবেক কিন্ডার গার্টেনে অধ্যায়নরত শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এ বিষয়টি চিঠি আকারে প্রকাশিত হওয়ার পর কোমলমতি শিক্ষার্থীদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারই পরিপেক্ষিতে খানসামা উপজেলার অন্তর্গত প্রায় ২০ টি কিন্ডারগার্টেন এক যোগে সারা দেশের ন্যায় ২৮ জুলাই সকাল ১১ টার সময় মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন শেষে বেলা ১২টার সময় প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান সরকারের মাধ্যমে একটি স্মারক লিপি প্রদান করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে খানসামা উপজেলা কিন্ডারগার্টেন সোসাইটি সভাপতি তফিজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও সোসাইটির সচিব শরিফুল ইসলাম (স্বাধীন) এর পরিচালনায় বিভিন্ন কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষকগণ বক্তব্য প্রদান করেন।শিক্ষকগণ তাদের বক্তব্যে তুলে ধরেন সরকারের বৈষম্যমূলক আচরণের কথা । শিক্ষকরা বক্তব্যে বলেন, সরকারি বৃত্তি-২০২৫ কমিটি যে মনোবাসনা নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন এতে করে দেশে এক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে। তারা যে বৈষম্যের স্বপ্ন এঁকেছেন তা কোনদিনই সফল হতে দেয়া যাবে না। এই বৈষম্য কেউ মেনে নেবে না। শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে আনতে হবে।
সরকারি কমিটির মতে যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে তারা দরিদ্র। এই কথাটি নিতান্তই মিথ্যা কথা। কারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধনী গরিব সকল শ্রেণীর শিক্ষার্থীরাই পড়াশোনা করে। তাহলে কেন আজ এই কিন্ডারগার্ডেনের কোমলমতি শিক্ষার্থীদের মনে আঘাত দেয়া হচ্ছে, কেন আজ তারা এই সরকারিভাবে মেধাযাচাইয়ের পরীক্ষাটি দিতে পারবে না। কেন এই বৈষম্য, তারা কি বাংলাদেশের নাগরিক না। সরকারের কাছে আকুল আবেদন কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অধিকার বঞ্চিত করে বৈষম্য সৃষ্টি করবেন না, দেশকে অস্থিতিশীল বানাবেন না।
স্মারকলিপি প্রদানের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ উপজেলা নির্বাহী অফিসারকে জানায়, আমরা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক দয়া করে আমাদেরকে জীবনের শুরুর লগ্নে একটা বড় মেধা যাচাই মূলক পরীক্ষা না দিতে দিয়ে বৈষম্য সৃষ্টি করবেন না। আমরা আপনাদেরই সন্তান আমরা এদেশেরই নাগরিক সুতরাং এটা আমাদের ন্যায্য অধিকার আশা করি এই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। এই বৈষম্যের জন্যই কি দেশ স্বাধীন করেছিল ছাত্ররা।