প্রানীজ ও মাছে হাসবে কৃষক হাসবে দেশ-তৈরি হবে সোনার বাংলাদেশ

প্রবাসের কর্মে নয় দেশেই মৎস্য চাষে সফল আছির উদ্দিন
কৃষি সংবাদ: মাহফুজুর রহমান সোহাগঃ প্রবাসের কর্মে নয় দেশেই মৎস্য খামার করে স্বাবলম্বী হয়েছেন আছির উদ্দিন (৫৫) নামের এক কৃষক। তার বাড়ী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বুরুঙ্গা গ্রামে।
একান্ত স্বাক্ষাতকারে কৃষক আছির উদ্দিন জানান, দীর্ঘ প্রবাস জীবন কাটিয়েও নানা কারনে স্বাবলম্বী হওয়ার মুখ দেখতে পাননি আছির উদ্দিন। ২০১৩ সালে তিনি দেশে ফিরে ঋন করে স্বাভাবিক জীবন কে করে তুলেছিলেন অস্বাভাবিক। এই অস্বাভাবিক জীবনে কৃষক আছির উদ্দিনের কিছু সম্পদ থাকার পরও সিদ্ধান্ত নিতে পারছিলেন না কি করবেন। কি করলে জীবন স্বাভাবিক হবে, স্বচ্ছলও হবে। আর সেই ভাবনা থেকেই কৃষক আছির উদ্দিন দেশের বিভিন্ন জায়গায় কর্মের পথ খুজতে শুরু করেন। ঋনগ্রস্থ দিশেহারা আছির উদ্দিন প্রবাস জীবনের পর পরবর্তী জীবনে কি করবেন তার কোন তাল মিল খুজে পাচ্ছিলেন না। হঠাৎ একদিন তার এক শিক্ষকের সাথে তার জীবনের নানাকথা নিয়ে আলোচনা করছিলেন। ঐ শিক্ষক তাকে পরামর্শ দেন মৎস্য চাষের প্রকল্প তৈরি করার। আর সেই থেকেই শিক্ষকের কথামত সিদ্ধান্ত নেন মৎস্য চাষই তিনি করবেন। শুরু হয় মৎস্য চাষের পরিকল্পনা। পাহাড়ী সীমান্তে তার নিজের ৮ কাঠার বাড়ীতে রয়েছে ৫ কাঠার ১টি পুকুর। রয়েছে আরো ৮০ শতাংশ ধানের আবাদী জমি। কিন্তু নেই নগদ ক্যাশ টাকা। কিভাবে ৮০ শতাংশ আবাদী জমিতে বানাবেন পুকুর। পরে অনেক ভেবে চিন্তে আরো ৩/৪ লাখ টাকা এলাকার মানুষ, আতœীয় স্বজনের নিকট থেকে ঋন/ধার করে টাকা এনে শুরু করেন পুকুর তৈরির কাজ। কিছু দিনের মধ্যেই ৮০ শতাংশ জমিতে তৈরি ফেলেন পুকুর। শুরু করেন ছোট আর বড় পুকুরে মৎস্য চাষ। ছোট পুকুরে তৈরি করেন রেনু পোনা আর ছোট মাছ। সেই মাছ কে একটু বড় করে বড় পুকরে ছাড়া হয়। সেই বড় পুকুরেই মাছ বড় হয়। এখানে সিলভার কার্প, রুই, কাতলা, সরপুটি, কাল বাউস, মৃগেল, তেলাপিয়া, দেশী মাগুরসহ আরো মাছ। এই মাছ গুলি এক থেকে দুই কেজি, আড়াই কেজি ওজন হলেই বাজারে বিত্রি করা হয়। আর এই দেশেই পাহাড়ী সীমান্তে মৎস্য খামার করে আছির উদ্দিন মাত্র ২ বছরে অতীত জীবনের ১০ লক্ষ টাকার অধিক ঋন পরিশোধ করেছেন। ফিরিয়ে এনেছেন সংসারের স্বচ্ছলতা। এখন এই মৎস্য চাষের পাশাপাশি তিনি ভাবছেন কিভাবে গবাদী পশু পালন প্রকল্প তৈরি করা যায়। আর এজন্য বাড়ীর পশ্চিম সাইডে জায়গাও ঠিক করে রেখেছেন। কিন্তু এ প্রকল্প তৈরি করতে লাগে অনেক অর্থ। তাই ভাবছেন ছোট করে হলেও তৈরি করবেন ১টি গবাদী পশু পালন প্রকল্প। এদিকে পানির সরবরাহ নিশ্চিত করার জন্য বাড়ীর পাশেই বসিয়েছেন সেলো মেশিন নলকূপ। পুকুরে পানির প্রয়োজনে এখান থেকেই পুকুরে ফেলা হবে মাছের জন্য স্বচ্ছ পানি। গবাদী পশু পালনের ক্ষেত্রেও ব্যবহৃত হবে এ পানি। স্বচ্ছ পানিতে চ ল হয়ে উঠবে প্রানীজ ও মাছ। আর তাদের চ লা রবে হাসবে কৃষক হাসবে দেশ। তৈরি হবে সোনার বাংলাদেশ। কাজের এই অগ্রযাত্রায় কৃষক আছির উদ্দিন এখন সাফল্যের পথে পা দিয়েছেন। মৎস্য চাষ আর গবাদী পশু পালনেই তিনি নিমগ্ন হতে চান। এ ব্যাপারে কৃষক আলহাজ্ব আছির উদ্দিন বলেন, নানা কারনে জীবনে একেবারে শূন্য হাতে পরিনত হয়েছিলাম। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিলাম বলেই উঠে আসতে পেরেছি। তবে সঠিক উপায়ে মৎস্য চাষ করতে পারলে নিশ্চিত সাফল্য আসবেই।