বিনোদন ডেস্ক : ‘ফিফটি সেডস ডার্কার’ হচ্ছে ‘ফিফটি সেডস অব গ্রে’ সিনেমাটির সিক্যুয়াল। ফিফটি সেডস অব গ্রে নিয়ে নতুন করে বলার কিছু নেই। অত্যন্ত খোলামেলা যৌন দৃশ্যের জন্য ২০১৫ সালের সবচেয়ে বিতর্কিত ও আলোচিত সিনেমা এটি। এ সিনেমায় অভিনয় করার জন্য সংসারও ভেঙেছে সিনেমাটির নায়িকা ডাকোটা জনসনের।
ভালোবাসা দিবস উপলক্ষে ২০১৫ সালের ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ‘প্রাপ্ত বয়স্ক দর্শকদের’ জন্য সার্টিফিকেটধারী এ সিনেমাটি। মাত্রাতিরিক্ত নগ্ন দৃশ্যের কারণে হলিউডের এ সিনেমাটি বিশ্বের বেশ কয়েকটি দেশে প্রদর্শন করতে দেয়া হয়নি। যেহেতু এটি খুব আলোচিত হয়েছিল সে সময় তাই এর পরবর্তী সিক্যুয়াল নিয়ে দর্শকের আগ্রহ ছিল। সেই কৌতূহল এবার মিটবে। কেননা ১৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে নতুন সিক্যুয়ালটির ট্রেইলার। যথারীতি সাড়া ফেলেছে এটি। সেখানে এই সিক্যুয়ালের গল্পটিকে বলা হচ্ছে- নিয়মহীন, শাস্তিহীন, গোপনীয়তাহীন হিসেবে।
ফিফটি সেডস অব গ্রে’র জুটি জেমি ডোরনান ও ডাকোটা জনসন এবারও একসঙ্গে অভিনয় করেছেন। ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাবে ফিফডি সেডস ডার্কার।
ট্রেইলার :