প্রায় দেড় কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

এস.এম.মনির হোসেন জীবন : রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট বাসায় গোপনে অভিযান চালিয়ে ৫০ হাজার ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন-মোঃ শহিদুল ইসলাম (৩৩) ও মোঃ আব্দুল খালেক ওরফে আকাশ (৩৮)। তাদের নিকট থেকে বিভিন্ন ব্রান্ডের ৫ টি মোবাইল ফোন, ২ টি মানিব্যাগ ও ইয়াবা ট্যাবলেট বিক্রিত নগদ ২১ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য এক কোটি প াশ লক্ষ ছত্রিশ হাজার টাকা।

আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় বøক-জি, রোড নং-৩, বাড়ী নং-৬৫১/৬৫২ এর দ্বিতীয় তলার (এ-১ ইউনিট) ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট,নগদ টাকা ও অন্যান্য মালামাল উদ্বার করে র‌্যাব-১।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১),উত্তরা কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেফটেন্ট্যান্ট কর্ণেল সারওয়ার বিন কাশেম আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
র‌্যাবের আইন ও গনমাধ্যম শাখার সিনিয়র এএসপি মো: মিজানুর রহমান ভুঁইয়া আজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১),উত্তরা একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় বøক-জি, রোড নং-৩, বাড়ী নং-৬৫১/৬৫২ এর দ্বিতীয় তলার (এ-১ ইউনিট) ফ্ল্যাটে অভিযান চালায়। এসময় র‌্যাব সদস্যরা ওই বাসা থেকে ৫০ হাজার ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। র‌্যাবের হাতে ধৃত দুই মাদক ব্যবসায়ীরা হলো- মোঃ শহিদুল ইসলাম (৩৩), পিতা- আরিফ মিয়া, সাং-মদনপুর (আলেমের বাড়ীর পার্শ্বে), থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ, বর্তমানে সাং-কাজীবাড়ী ছোট দেওড়াপাড়া (মনির হোসেনের বাড়ীর ভাড়াটিয়া), থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর ও মোঃ আব্দুল খালেক ওরফে আকাশ (৩৮), পিতা- মৃত সামছুদ্দিন, সাং-নজরপুর, থানা- রায়পুরা, জেলা- নরসিংদী, বর্তমানে হাউজ নং-৬৫১/৬৫২, রোড নং-৩,বক-জি এর ২য় ফ্লোরের এ-১ ফ্ল্যাট(ইউনিট)।

জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবকে জানায় যে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম মোবাইলের ফ্ল্যাক্রি-লোড ব্যবসার সাথে জড়িত। পুরান ঢাকার ইসলামপুরে তার নিজস্ব ফ্ল্যাক্রি-লোডের দোকান ছিল। মূলত সে গাউছিয়া হতে ফ্ল্যাক্রি-লোড পণ্য ক্রয় করে ইসলামপুরে পাইকারী মূল্যে বিক্রয় করত। স্বল্প সময়ে অধিক অর্থের আশায় সে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে। সে বিগত ২ বছর যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে।

এছাড়া অপর মাদক ব্যবসায়ী আব্দুল খালেক ওরফে আকাশ বসুন্ধরার ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া । উক্ত বাসাটি মূলত মাদক ট্রানজিট ও বিতরণের জন্যব্যবহার করা হয়। আকাশ পেশায় একজন গাড়ী চালক। সে শহিদুল ইসলাম এর প্রাইভেটকার চালক হিসেবে নিয়োজিত। প্রাইভেটকারটি মাদক পরিবহনে ব্যবহার করা হয়। আব্দুল খালেক ওরফে আকাশ ও শহিদুল ইসলাম কক্সবাজার হতে আসা ইয়াবা ট্যাবলেটের চালান সংগ্রহ করে বসুন্ধরার বর্ণিত বাসা হতে প্রাইভেটকারের মাধ্যমে ঢাকার বিভিন্ন জায়গায় পাইকারী ও খুচরা মূল্যে সরবরাহ করত বলে র‌্যাবের নিকট স্বীকার করেছে।

র‌্যাব সুত্রে জানা যায়, ধৃত মাদক ব্যবসায়ী আব্দুল খালেক ওরফে আকাশ দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার কাজে জড়িত। ইতিপূর্বে সে ৩ বার পুলিশ কর্তৃক মাদক ব্যাসার দায়ে গ্রেফতার হয়েছিল। তার নামে টঙ্গী থানায় ২ টি এবং উত্তরা পূর্ব থানায় ১ টি মাদকের মামলা রয়েছে। বর্তমানে সে জামিনে আছে বলে র‌্যাবকে জানায়।
র‌্যাব আরো জানায়, ২০১৬ সালের দিকে শহিদুল ইসলাম জনৈক সুমন ও আলমের মাধ্যমে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে। মূলত সুমন ও আলম চট্টগ্রাম হতে কৌশলে বিভিন্ন মাধ্যমে ইয়াবার চালান ঢাকায় প্রেরণ করে। উক্ত ইয়াবার চালান শহিদুল ইসলাম রাজধানীর খিলক্ষেত ও কা ন ব্রীজ এলাকা হতে গ্রহণ করত। পরবর্তীতে ইয়াবার চালান নিয়ে আব্দুল খালেক ওরফে আকাশ বসুন্ধরার বর্ণিত ফ্ল্যাটে সংরক্ষণ করত এবং সেখান হতে ভাটারার তালু মিয়া, রুপগঞ্জের জনি ও বসুন্ধরার আব্দুল খালেক ওরফে আকাশ এর মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় সবররাহ করত। ধৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্বে প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব-১।