প্রায় ৫ মাস পর তালা খুললো পার্বতীপুর মুক্তিযোদ্ধা সংসদের

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড অফিসে দীর্ঘদিন ধরে তালা লাগানো অবস্থায় থাকার পর ৬ ডিসেম্বর প্রশাসনিক ভাবে তালা ভেঙ্গে অফিসের কার্যক্রম পুনরায় চালু করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের উপস্থিতিতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দীক বজনবী, জেলা প্রচার কমান্ডার শাজাহান, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহাম্মেদ, সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম, এ ওহাব সরকার, রেজাউল করীম, উপজলো আওয়ামীলীগরে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগন এসময় উপস্থিত ছিলেন।
সহ:কমান্ডার (অর্থ) সেলিম উদ্দীন সরকারকে ভারপ্রাপ্ত কমান্ডার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। ভারপ্রাপ্ত কমান্ডার  জানান কমিটির ১১জন সদস্যের মধ্যে পাঁচ জন মৃত্যু বরণ করেছেন, মুক্তিযোদ্ধা সংসদের দোকান ভাড়া ও পুকুর ইজারাসহ বিভিন্ন খাতের ২৭ লক্ষ ৮০ হাজার টাকা আত্মসাৎ এর অভিযোগে আব্দুল হাই ও ডেপুটি তমান্ডার সিদ্দীক হোসেন কে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে এবং চার জন কার্যকর রয়েছেন।

এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দীক বজনবীর কাছেজানতে চাইলে তিনি বলেন, তদন্ত চলছে। তদন্তে প্রাধমিক ভাবে অভিযোগের সত্যতা মেলায় অভিযুক্তদের সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষ হলে
বিস্তারিত জানতে পারবেন।

উল্লেখ্য যে, এর আগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলার সহকারী কমান্ডার (অর্থ) সেলিমউদ্দিন সরকার , এম,এ ওহাব, প্রাক্তন কমান্ডর রিয়াজ মাহমুদসহ অন্যরা মুক্তিযোদ্ধা সংসদের অর্থ আত্মসাদের অভিযোগে কমান্ডার আব্দুল হাই ও ডেপুটি কমান্ডার সিদ্দিককে দায়ী করে ৪ অক্টোবর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম পি‘র নিকট লিখিত অভিযোগ করলে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে তদন্তের নির্দেশ দিলে গত ২৭অক্টোবর তিনি দু পক্ষকে ডাকেন।
১৮ আগষ্ট রাত হতে তালা লাগানো অবস্থায় থাকার পর আজ প্রশাসনের কর্শকর্তাদের উপস্থিতে তা খুলে দেওয়া হয়। এতে মুক্তিযোদ্ধা গণ তাদের প্রান ফিরে পেয়েছে বলে জানান।