অর্থনৈতিক প্রতিবেদক: মুসা বিন শমসেরকে (প্রিন্স মুসা) জিজ্ঞাসাবাদ করছে শুল্ক গোয়েন্দা।
রোববার বিকেল পৌনে ৩টায় শুল্ক ফাঁকি ও মানিলন্ডারিং এর অভিযোগে শুল্ক গোয়েন্দার তলবে কাকরাইলে সদর দপ্তরে হাজির হন তিনি।
দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি এই ধনকুবেরকে জিজ্ঞাসাবাদ করছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।
গত ২১ মার্চ শুল্ক গোয়েন্দার দল প্রিন্স মুসার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দেওয়া বিলাসবহুল রেন্জ রোভার গাড়ি জব্দ করে। গাড়িটি শুল্ক পরিশোধের ভুয়া কাগজ দিয়ে ভোলা বিআরটিএ থেকে জনৈক ফারুক উজ-জামান চৌধুরীর নামে রেজিস্ট্রেশন করানো হয়। প্রিন্স মুসা নিজে গাড়িটি ব্যবহার করে আসছিলেন। দীর্ঘ দিন অনুসন্ধানের পর তার দখল থেকে গাড়িটি জব্দ করা হয়।
শুল্ক ফাঁকির ঘটনাটি তদন্তের জন্য উপপরিচালক এইচ এম শরিফুল হাসানকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
তদন্তের জন্য গত ২০ এপ্রিল শুল্ক গোয়েন্দায় হাজির হওয়ার জন্য নোটিশ দিলে প্রিন্স মুসা আংশিক পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন ‘বাকশক্তি হারিয়েছেন’ দাবি করে সময় প্রার্থনা করেন।
প্রিন্স মুসার সময় প্রার্থনার আবেদন মঞ্জুর করে শুল্ক গোয়েন্দা ১৫ দিনের সময় দিয়ে ৭ মে হাজির হতে সময় বেধে দেয়।


