
আন্তর্জাতিক ডেস্কঃ জর্ডানের সাবেক প্রিন্স হামজা যড়যন্ত্র করেছিলেন বলে দাবি করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী আয়মান সাফাদি। এক ভিডিও বার্তায় নিজেকে গৃহবন্দির বিষয়টি আইনবীজির মাধ্যমে তুলে ধরে জর্ডানের সাবেক প্রিন্স হামজা বিন হুসেইন। এরপর এই ভিডিও বার্তা জবাব দিতে সাংবাদিকদের সামনে হাজির হন জর্ডানের উপ-প্রধানমন্ত্রী আয়মান সাফাদি। তিনি দাবি করেন, প্রিন্স হামজা অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি আরো দাবি করেন, হামজা ও আরও কয়েকজন বিদেশি একটি দলের সঙ্গে মিলে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন।
এর আগে প্রিন্স হামজার মা রানি নূর টুইটারে এক পোস্টে বলেন, ‘অসৎ অপপ্রচারের শিকার সবাই ন্যয়বিচার পাবে এবং সত্য প্রতিষ্ঠিত হবে’ – তিনি এই প্রার্থনাই করছেন।
সাফাদি বলেন, প্রিন্স হামজা সরকারের বিরুদ্ধে উপজাতীয় নেতাদের দাঁড় করানোর চেষ্টা করছিলেন। এ ব্যাপারে অনেক দিন ধরেই তদন্ত চলছিল এবং বিষয়টি আদালতে তোলা হবে বলেও তিনি জানান।
তিনি বলেন, প্রিন্স হামজার স্ত্রী প্রিন্সেস বাসমাকে বিমানে করে জর্ডানের বাইরে নিয়ে যাওয়ার জন্য একটি বিদেশি নিরাপত্তা সংস্থার সাথে সংশ্লিষ্ট এক ব্যক্তি প্রস্তাব দিয়েছিলেন। তিনি সংস্থাটির নাম প্রকাশ করেননি।
তিনি জানান, মামলা করার বদলে প্রিন্সকে এসব কর্মকান্ড থেকে নিরুৎসাহিত করার চেষ্টা হয়েছিল, তবে তিনি তাতে নেতিবাচক সাড়া দেন। তবে এখনো তার সঙ্গে ‘আলোচনা চলছে’ বলে সাফাদি জানান।