জাতীয় : প্রিয়জনের সঙ্গে গ্রামের বাড়িতে ঈদের আনন্দ শেষে আজ বৃহস্পতিবার রাজধানী ফিরতে শুরু করেছে মানুষ।
বৃহস্পতিবার সকালে সায়েদাবাদ বাস টার্মিনালে বাড়ি থেকে ফেরা মানুষের ভিড় লক্ষ করা গেছে।
যাত্রীদের অভিযোগ, দ্বিগুণ ভাড়া নিয়েছে সায়েদাবাদ টার্মিনালে আসা আন্তজেলা বাস পরিবহনগুলো।
সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, এস আলম, সৌদিয়া, ড্রিমলাইন, ইকোনো সার্ভিস হামিম, পর্যটক, মেঘনা ট্রাভেল, সাকুরা, স্টার লাইন, রূপসী বাংলা, সুগন্ধা, রয়েল, অভিযান, পদ্মাসহ বিভিন্ন পরিবহন থেকে যাত্রী নেমেছে। কোনো বাসে আসন খালি ছিল না।
কমলাপুরের বাসিন্দা আসলামুল হক বলেন, ‘বাবা-মায়ের সঙ্গে ঈদ করে ঢাকায় ফিরলাম। আজ অফিস খুলেছে তাই চলে এলাম। এ ছাড়া যাওয়ার সময় দ্বিগুণ দামে টিকিট সংগ্রহ করেছি এবং ঢাকায় আসার সময় দ্বিগুণ ভাড়া দিয়েছি।’
সায়েদাবাদ বাস টার্মিনালে আবু বকর সিদ্দিক নামের এক যাত্রী বলেন, ‘আজ অফিস খুলেছে। তাই পরিবারের সঙ্গে ঈদ করে চলে এলাম। আসতে মনে না চাইলেও চলে এলাম। কারণ ঈদে অতিরিক্ত ছুটি পাইনি। বাড়ি যাওয়ার সময় দ্বিগুণ ভাড়া আদায় করা হয়েছে এবং আসার সময়ও দ্বিগুণ ভাড়া আদায় করা হয়েছে। বরিশালের গৌরনদী থেকে সায়েদাবাদ ৪৫০ টাকা ভাড়া হলেও ১০০০ টাকা ভাড়া দিয়েছি।’
কথা হয় সুগন্ধা পরিবহনের কাউন্টারের টিকিট মাস্টার মিলন চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, ‘ঢাকায় যাত্রী নামিয়ে খালি গাড়ি চালিয়ে যেতে হয়। এ ছাড়া রাস্তায় যানজট রয়েছে। এ কারণে বাড়তি ভাড়া নিতে হচ্ছে। রাস্তায় বিভিন্ন নামে বকশিশ দিতে হয়। এ টাকা যাত্রীদের কাছ থেকে আয় করে দিতে হবে। তাই ঈদের সময় কিছু বাড়তি টাকা নেওয়া হয়।’