বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে হলিউডেও বেশ জনপ্রিয় তিনি। কোটি কোটি পুরুষের স্বপ্নের নারী এ অভিনেত্রী।
কিন্তু কেউ নাকি প্রিয়াঙ্কাকে বিয়ে করবে না। এমনটাই মনে করতেন এ অভিনেত্রীর দাদি। সম্প্রতি ‘বিনেথ দ্য সারফেস’ শিরোনামের একটি টক শোর প্রোমো প্রকাশিত হয়েছে ইউটিউবে সেখানেই এ কথা জানিয়েছেন ‘কোয়ান্টিকো’ অভিনেত্রী।
প্রোমো দেখানো হয়েছে শোয়ের সঞ্চালক অনুপমা চোপড়াকে প্রিয়াঙ্কা তার বিভিন্ন বিষয় সম্পর্কে বলছেন। এ সময় তিনি জানান, আর দশজন সাধারণ মেয়ের মতো তাকেও পরিবার থেকে কথা শুনতে হয়েছে। প্রিয়াঙ্কা জানান, দাদির সঙ্গে তার খুব ভালো বোঝাপড়া ছিল। তিনি নাকি এ অভিনেত্রীকে প্রায়ই বলতেন, ‘খাবার বানাতে জানো না, ঘরের কোনো কাজ করো না। তোমাকে কেউ বিয়ে করবে না।’
বর্তমানে এবিসি চ্যানেলে প্রচারিত হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের দ্বিতীয় মৌসুমের পর্ব। হলিউডের বেওয়াচ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া সিনেমা প্রযোজনার কাজ নিয়েও ব্যস্ত এ অভিনেত্রী