
ভারতের থেকে যাত্রা শুরু জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তারপর পা রাখেন হলিউড। একসময় সেখানে প্রিয়াঙ্কাকে বলা হয়েছিল ‘ব্রাউনি’, করা হয়েছিল বডি শেমিং, আজ সেই নিউ ইয়র্কের বৌ প্রিয়াঙ্কা। গায়ক নিক জোনাসকে বিয়ে করে নিউ ইয়র্কের অ্যাঞ্জেলেসে সংসার করছেন তিনি। ধীরে ধীরে হলিউডেও কেরিয়ার এগিয়ে নিয়ে চলেছে এই অভিনেত্রী।
এবার নিউ ইয়র্কের মাটিতেই নিজের ভারতীয় রেস্টুরেন্ট ‘সোনা’-র উদ্বোধন করলেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন তাঁর স্বামী নিক। ২০১৯ সালে রেস্টুরেন্টটি তৈরীর কাজ শুরু করেছিলেন প্রিয়াঙ্কা। ২০২০ সালে লকডাউন হওয়ার ফলে রেস্টুরেন্টের কাজ স্থগিত হয়ে যায়। ফলে ২০২১ সালে প্রিয়াঙ্কার ‘সোনা’-র উদ্বোধন করে। টুইটারে প্রিয়াঙ্কা জানিয়েছেন রেস্টুরেন্ট খোলার ব্যাপারে নিক তাঁকে সবরকম ভাবে সাহায্য করেছেন। ২০১৯ সালে রেস্টুরেন্টের ভিতের পুজো হয়েছিল। এদিন সেই পুজোর ছবিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। ছবিতে প্রিয়াঙ্কা ও নিককে দেখা যাচ্ছে ভারতীয় পোশাক পরে একসঙ্গে পুজোয় বসতে।