বিনোদন ডেস্ক : বলিউড সিনেমা থেকে অনেক দিন হলো অনুপস্থিত প্রিয়াঙ্কা চোপড়া। তিনি এখন হলিউড প্রজেক্টগুলো নিয়েই বেশি ব্যস্ত।
তবে শোনা যাচ্ছে, তার মারাঠি সিনেমা ভেন্টিলেটর-এ ক্যামিও চরিত্রে হাজির হয়েছেন তিনি। এখানেই শেষ নয় তার বাবাকে উৎসর্গ করে মারাঠি ভাষায় একটি গানও গেয়েছেন প্রিয়াঙ্কা।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে ‘বাবা’ শিরোনামের গানটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এ অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার প্রথম মারাঠি গান। কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। এটি সম্পূর্ণ হৃদয় থেকে গাওয়া।’
‘কোয়ান্টিকো’ টিভি সিরিজ খ্যাত প্রিয়াঙ্কা এর আগে ‘এক্সোটিক’ এবং ‘ইন মাই সিটি’ গান গেয়ে বেশ সাড়া ফেলেছিলেন।
২০১৩ সালে বাবাকে হারান প্রিয়াঙ্কা। বাবার প্রতি সব সময়ই নিজের ভালোবাসা প্রকাশ করে এসেছেন তিনি। এমনকি তার হাতেও ট্যাটু আঁকা আছে যেখানে লেখা, ‘ড্যাডিস লিল গার্ল।’
ভেন্টিলেটর সিনেমাটি মুক্তি পাবে আগামীকাল ৪ নভেম্বর। সিনেমাটি পরিচালনা করেছেন রাজেশ মাপুস্কার। এ সিনেমার মাধ্যমে ১৮ বছরের বিরতি ভেঙে অভিনয়ে ফিরছেন নির্মাতা আশুতোষ গোয়াড়িকর। সিনেমায় আরো অভিনয় করেছেন জিতেন্দ্র জোশি, সুকন্যা মোনে, বিজু খোতে, ঊষা নারকার্নি প্রমুখ।
দেখুন : প্রিয়াঙ্কার ‘বাবা’ গানটি