বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এক সপ্তাহ অতিক্রম হলেও কাটেনি শোকের ছায়া। সুশান্তের মৃত্যুকে মেনে নিতে না পেরে আত্মহত্যা করেছে এক কিশোরী।
ধারণা করা হচ্ছে ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ আচরণ সুশান্তকে এই চূড়ান্ত পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করেছে। এই ঘটনায় শোকাহত হয়ে আত্মহত্যা করেছে ভারতের ওড়িশার ১৪ বছর বয়সী ওই কিশোরী।
শনিবার সকালে, ওড়িশার কটকে কিশোরীটি নিজ বাড়িতে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর সহ্য করতে না পেরে সে এই পদক্ষেপ নিয়েছে।
পুলিশ আরো জানায়, মেয়েটি নবম স্ট্যান্ডার্ডে পড়ত। পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে সে নিজের ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
প্রসঙ্গত, ১৪ জুন মুম্বাইয়ের নিজ বাসা থেকে সুশান্ত সিং রাজপুতকে মৃত অবস্থায় পাওয়া যায়। সুশান্তের আত্মহত্যায় বলিউডে তার সহকর্মীদের মাঝে এখনো কমেনি শোকের ছায়া। এই মৃত্যুতে সুশান্ত অভিনীত ‘কেদারনাথ’ ও ‘কই পো চে’ ছবির পরিচালক অভিষেক কাপুর হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিষাক্ত সংস্কৃতি চর্চাকে দায়ী করেছেন।
সূত্র : গালফ নিউজ


