প্রেমিকার জন্য কাবিলা মারলেন জাকিরকে

তরুণ প্রজন্মের কাছে এই সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেল পয়েন্ট’। নাকটকের কাবিলা, শুভ, পাশা ভাই, হাবু ভাই, অদেখা চরিত্র রোকেয়া ও জাকির বেশ জনপ্রিয় দর্শকদের কাছে। প্রচার হওয়া কোন এক পর্বে নাকটির চরিত্র বাজারের জাকির ও কাবিলার প্রেমিকাকে দেখানো হয়নি। তবে আগামী পর্বে দেখানো হবে রোকেয়ার সঙ্গে টাংকি মারা জাকিরকে।

সম্প্রতি ধারাবাহিকটির পুরো দল নোয়াখালী গিয়েছিল বিশেষ দৃশ্য শুটিং করতে। সেখানেই দেখা মেলে জাকিরের। নাটকে যে জাকির কাবিলার মাথা ব্যাথার কারণ। কাবিলার প্রেমিকা রোকেয়ার সঙ্গে টাংকি মারেন। সেই জাকিরকে হাতের কাছে পেয়ে উত্তম মাধ্যম দেন কাবিলা।

অমি বলেন, ‘নোয়াখালীর সোনাইমুড়ির ফ্লেক্সিলোড ব্যবসায়ী জাকির। এছাড়াও সে কম্পিউটার দিয়ে মোবাইলে গান আপলোড করে থাকে। জাকিরের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগের মধ্যে অন্যতম অভিযোগ হলো সে পাড়ার মেয়েদের মোবাইলে গানের ভিডিও ডাউনলোড করার পাশাপাশি কিছু অন্যরকম ভিডিও দিয়ে দেয়। এছাড়াও মেয়েদের সাথে সে ফ্লার্টিং করে। আসন্ন পর্বে জাকির এভাবেই উপস্থিত হবে।’

নাটকটিতে জাকিরের চরিত্রে যুক্ত হয়েছেন মিরাক্কেলের পাভেল। পাভেলকে জাকির হিসেবে চূড়ান্ত করার কারণ হিসেবে অমি জানালেন, কয়েকজনকে নোয়াখালীর ভাষা শিখিয়ে যখন সংলাপ দিচ্ছিল এক্সপ্রেশনটা ঠিকভাবে আসেনি। অনেকসময় এক্সপ্রেশন ঠিক দিলেও নোয়াখালীর ভাষা বলতে পারেনি। আবার যখন শিখে কথা বলে অহেতুক ওই অঞ্চলের ভাষায় একটা টান দেয়। এই টানটা ওই অঞ্চলের মানুষ দেয় না। শুধু শব্দগুলো আলাদা। অনেককিছু বিশ্লেষণ করেই পাভেলকে নিয়েছি।

‘ব্যাচেলর পয়েন্ট’নির্মিত হচ্ছে মোশন রকের ব্যানারে। বৃহস্পতিবার থেকে শনিবার সপ্তাহে তিনদিন প্রচার হচ্ছে ধ্রুব টিভির ইউটিউবে।

সিজন থ্রি-তে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, চাষি আলম, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, সাবিলা নূর, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, মুসাফির শোয়েব, সানজানা সরকার রিয়া, শিমুল শর্মা, সুমন পাটোয়ারী ও শরাফ আহমেদ জীবন।