
বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী রাধিকা মদন প্রেমিকের জন্য ৪৮ ঘন্টা না ঘুমিয়ে পার করেছেন। তাছাড়া অনেকেই বলেন প্রেমে পড়লে নাকি মানুষ নাওয়া-খাওয়া ভুলে যায়। আর তাই হয়ত বিশেষ মুহুর্তে ভালোবাসার মানুষের কাছে থাকাটাও তিনি গুরুত্বপূর্ন হিসেবে দেখেন।
যদিও শিদ্দিত সিনেমার প্রচারণায় এখন জোর ব্যস্ত এ অভিনেত্রী। এই সিনেমাটিতে এক প্রেমিক যুগল প্রেমের স্বার্থে দুনিয়ার সব প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করতে প্রস্তুত গল্পে সাজানো। বাস্তবেও রাধিকার জীবনে এ রকম প্রেমের অনুভূতি এসেছে বলেও জানা যায়।
তাঁকে প্রশ্ন করা হয়েছিল, প্রেমের কারণে সবচেয়ে বড় পাগলামি কী করেছেন, উত্তরে রাধিকা জানান, ‘আমি লং ডিসটেন্স সম্পর্কে ছিলাম। আর আমার বয়ফ্রেন্ডের জন্মদিন ছিল। আমি তখন পাগলের মতো শুটিং করছিলাম। টানা ১৬ থেকে ১৮ ঘণ্টা শুটিং চলছিল। মনে আছে, শুটিং প্যাকআপের পর রাত একটা নাগাদ দিল্লির বিমান ধরেছিলাম। ভোর তিনটা নাগাদ সেখানে পৌঁছাই। ওর সঙ্গে দেখা করি। ওকে আলিঙ্গন করি। এক ঘণ্টার মতো সময় ওর সঙ্গে কাটাই। সকাল সাত-আটটা নাগাদ মুম্বাইয়ে ফিরে আসি। বিমানবন্দর থেকে সোজা ছবির সেটে চলে যাই। শুধু জন্মদিনের শুভেচ্ছা জানাব বলে ৪৮ ঘণ্টা ঘুমায়নি। একবার দেখা করে আলিঙ্গন করার জন্য এভাবে ছুটে গিয়েছি। এটা দুই বছর আগের ঘটনা’।
শিদ্দত ছবিটি ১ অক্টোবর ওটিটিতে আসছে। বড় পর্দায় ছবিটি মুক্তি না পাওয়া নিয়ে রাধিকার কোনো আক্ষেপ আছে কি না, জানতে চাইলে এই নায়িকা বলেন, ‘আমি এতেই খুশি যে ছবিটা অবশেষে মুক্তি পাচ্ছে। আমার কাজ সবাই দেখতে পাবেন। মানুষকে বিনোদন দেওয়ার জন্য ছবি নির্মাণ করা হয়। তাই এখানে মাধ্যম কোনো ম্যাটার করে না।’
শিদ্দত ছবিতে রাধিকা ছাড়া সানি কৌশল, মোহিত রায়না আর ডায়না পেন্টিকে দেখা যাবে। এই প্রেমের ছবির পরিচালক কুনাল দেশমুখ। শোনা যাচ্ছে, এ ছবির টাইটেল ট্র্যাকেই শোনা যাবে সাম্প্রতিক সময়ের আলোচিত ‘মানিকে মাগে হিথে’ গানের গায়িকা শিল্পী ইয়োহানি ডি সিলভার গান।
গানটি লিখেছেন ও সুর করেছেন মনন ভরদ্বাজ। গানটি ইতিমধ্যেই নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন ইয়োহানি। গত ২৪ ঘণ্টায় যে গান শুনে ফেলেছেন ১০ মিলিয়নের বেশি শ্রোতা।