
জেলা প্রতিবেদকঃ শুক্রবার (৯ এপ্রিল) ভোর দিকে নিজ বাড়ি থেকে আরশ মিয়া (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রংপুরের কাউনিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ সময় তার সাথে থাকা মেয়েকে উদ্ধার করা হয়।
মেয়ের বাবা বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা দায়ের করেন।
আটক হওয়া আরশ কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের তেলিটারী গ্রামের মশিউর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, একই এলাকার নবম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন ওই যুবক। এ নিয়ে তার পরিবারের কাছে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
গত ১ এপ্রিল বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভনে ভাগিয়ে নিয়ে যান আরশ। এদিকে মেয়েকে কোথাও না পেয়ে থানায় জানান মেয়ের বাবা।
মামলার তদন্ত কর্মকর্তা রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) জোতিষ চন্দ্র বর্মণ বলেন, গ্রেফতার যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মেয়েটির জবানবন্দি রেকর্ডের জন্য বিচারকের কাছে হাজির করা হবে।
এছাড়া মেয়েটির মেডিকেল পরীক্ষা হবে। পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।