আজিম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ: ভাড়াটে রাজমিস্ত্রি প্রেমিকের হাত ধরে অবৈধপথে কাঁটাতারের বেড়া পেরিয়ে চাঁপাইনবাবগঞ্জে এসেছে ভারতীয় নারী শাবনুর (১৭) । বর্তামানে প্রেমিকের সঙ্গে থাকছেন তিনি।
জানা যায়, শাবনুরের ভারতে স্বামী রয়েছে তার নাম ইসমাইল হোসেন। তিনি স্ত্রীকে ফিরে পেতে ভারতের থানায় জিডি করেছেন।
এ ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থা বলছে, ভারতীয় নাগরিকের অবৈধভাবে বাংলাদেশে থাকার সুযোগ নেই, তদন্ত সাপেক্ষ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা যায়, প্রায় দেড় মাস আগে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে ভারতের পশ্চিম বাংলার দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার মান্দাপাড়া গ্রামের ইসমাইল হকের স্ত্রী শাবনুর ভারত থেকে কাঁটাতারের বেড়া পেড়িয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা গ্রামের গোঠাপাড়া গ্রামের আনারুলল ইসলামের ছেলে রাজমিস্ত্রি মাসুদ রানার বাড়িতে আসার পর বৈধ বিয়ে ছাড়াই তারা সংসার শুরু করেছে।
এদিকে মোজাম্মেল হক নামে স্থানীয় এক কাজীর মাধ্যমে মোটা অংকের অর্থের বিনিময়ে ওই ভারতীয় গৃহবধূ গত ৭ নভেম্বর শাবনুর খাতুন সুমাইয়া নাম দিয়ে তার ভারতীয় স্বামীকে তালাকের নোটিশের কাগজপত্র তৈরি করে জাতীয় পরিচয়পত্র করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এই প্রসঙ্গে কাজী মোজাম্মেল হকের সাথে যোগাযোগ করে অবৈধপথে আসা ভারতীয় নাগরিকের তালাকের কাগজপত্র করে দেয়া ঠিক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটি তার ভুল হয়ে গেছে এবং স্থানীয়দের কথা রাখতে গিয়ে এটা করা ঠিক হয়নি।
তথ্যানুসন্ধানে জানা যায়, প্রায় ৮ বছর আগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা গ্রামের আনারুল ইসলামের ছলে মাসুদ রানা রাজমিস্ত্রির কাজ করতে অনুপ্রবেশ করে ভারতে যায়। সেখানে শাবনুর নামে এক গৃহবধূর শ্বশুরবাড়িতে ভাড়া থাকতেন তিনি। এছাড়া ভারতে চলাফেরার জন্য মাসুদ রানা অবৈধভাবে ‘আধার কার্ড’ বানিয়েছিল। কিছুদিন পর মাসুদের সঙ্গে গৃহবধূ শাবনুরের প্রেমের সম্পর্কের বিষয়টি তার স্বামী ইসমাইল হক জানতে পেরে মাসুদ রানাকে বাড়ি থেকে বরে করে দেয়া হয়।
এরপর প্রায় দেড় মাস আগে বিএসএফ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে মাসুদ রানা শাবনুরকে নিয়ে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসেন এবং শাবনুর নাম পরিবর্তন করে শাবনুর খাতুন সুমাইয়া নামে স্থানীয় এক মৌলভির মাধ্যমে বিয়ে করে সংসার করছেন। যদিও শাবনুরের বয়স ১৮ বছর হতে আরও এক বছর বাকি রয়েছে।
এদিকে গত ১৪ অক্টোবর স্ত্রীকে ফিরে পেতে ভারতের থানায় জিডি করেছেন ইসমাইল হক। তার দাবি, প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে তার স্ত্রীকে বাংলাদেশে নিয়ে গেছে তাদেরই বাড়ির ভাড়াটিয়া রাজমিস্ত্রি মাসুদ রানা।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫৩–বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. মনির–উজ–জামান বলেন, চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে ভারতের কোনো নাগরিকের থাকার সুযোগ নেই। বিষয়টির আইনগত ব্যবস্থা নেয়া হলে বিজিবি প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
অন্যদিকে পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, বিষয়টি পুলিশের নজরে রয়েছে– তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।