বিনোদন ডেস্ক : এ সময়ের অন্যতম জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ১৫ মার্চ ২৫ বছর পূর্ণ হলো তার। ব্রহ্মাস্ত্র সিনেমার শুটিংয়ের জন্য বর্তমানে বুলগেরিয়া রয়েছেন এ অভিনেত্রী। সেখানে সিনেমার নির্মাতা আয়ান মুখার্জি, সহ-অভিনেতা রণবীর কাপুর ও টিমের সদস্যদের সঙ্গেই কাটছে তার এবারের জন্মদিন।
এ নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে আলিয়া বলেন, ‘আমার শুটিং খুব ব্যস্ততার মধ্যে দিয়ে চলছে। কলাকুশলীরা টানা কাজ করে যাচ্ছেন। তবে আয়ান আমার জন্মদিন নিয়ে খুবই উচ্ছ্বসিত। সম্ভবত সে চমৎকার একটি নৈশভোজের পরিকল্পনা করেছে।’
এদিকে শোনা যাচ্ছে, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট। এরপরই রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার প্রেমের গুঞ্জন চাউর হয়। এ নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও এতদিন চুপ ছিলেন এ অভিনেত্রী। অবশেষে এ নিয়ে কথা বলেছেন তিনি।
আলিয়া ভাট বলেন, ‘যখন এগুলো পড়ি আমি নিজেই বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু আমি বিশ্বাস করি, চুপ থাকাটাই শ্রেয়। এমন না যে আমি ব্যক্তিগত সম্পর্কে জড়াব না। কিন্তু আমি মনে করি কোনো এক কারণ রয়েছে বলেই এটাকে ব্যক্তিগত বলা হয়। এ কারণেই এটা সবসময় আমার কাছে গোপন থাকে। আমি ভালো আছি। মানুষ যা খুশি বলতে পারে কিন্তু আমি এই ধরনের কথার তোয়াক্কা করি না। সম্ভবত সবসময়ই কিছু না কিছু লেখা হবে। কিন্তু আশা করব, সবাই যেন না ভাবেন, যা লেখা হচ্ছে সবই আমার জীবনে ঘটছে।’


