প্রেমের গুঞ্জনে মুখ খুললেন মালাইকা

বিনোদন ডেস্ক : বেশ কিছু দিন ধরেই আলাদা থাকছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা খান ও আরবাজ খান। কয়েকদিন আগে আনুষ্ঠানিকভাবে আদালতে বিচ্ছেদের আবেদনও করেছেন তারা। কিন্তু সম্প্রতি খবর চাউর হয়েছে, বলিউড অভিনেতা অর্জুন কাপুরের কারণে আরবাজ-মালাইকা দম্পতির বিচ্ছেদ হচ্ছে।

যদিও এত দিন এ বিষয়ে অর্জুন কিংবা মালাইকা কেউ-ই মুখ খুলেননি। এবার নীরবতা ভেঙে তাদের সম্পর্ক নিয়ে কথা বলেছেন মালাইকা আরোরা।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মালাইকা বলেন, ‘অর্জুন আমার খুবই ভালো বন্ধু। কিন্তু মানুষ এটার ভিন্ন অর্থ দাঁড় করাচ্ছে যা সঠিক নয়।’

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিয়ে হয় মালাইকার। ২০০২ সালে তাদের ঘর আলো করে একটি পুত্রসন্তান আসে।

চলতি বছরের শুরুর দিকে গুঞ্জন শোনা যায়, খুব শিগগিরই আরবাজ-মালাইকার দাম্পত্য জীবনের ইতি ঘটছে। তারপর গত ২৮ মার্চ ভারতীয় একটি সংবাদমাধ্যমকে তাদের বিচ্ছেদের খবর যৌথভাবে একটি লিখিত বিবৃতি জানান এই দম্পতি।