প্রেম ও প্রতিশোধের গল্প ‘কাবিল’ (ভিডিও)

বিনোদন ডেস্ক :
টিজার এবং পোস্টারের পর প্রকাশ পেয়েছে হৃতিক রোশান এবং ইয়ামি গৌতম অভিনীত কাবিল সিনেমার ট্রেইলার। প্রকাশের পরই দর্শক হৃদয় জয় করেছে এটি।

প্রেম এবং প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত হয়েছে কাবিল সিনেমাটি। দর্শক রোমাঞ্চে ভরপুর একটি থ্রিলারধর্মী সিনেমা দেখবেন সে আভাসই মিলেছে প্রকাশিত ট্রেইলারে।

২ মিনিট ২২ সেকেন্ড দীর্ঘ ট্রেইলারটি শুরু হয়েছে হৃতিক রোশানকে দিয়ে, যিনি রোহান ভাটনগর নামের এক অন্ধ ব্যক্তির ভূমিকায় অভিনয় করছেন। চারদিকে অন্ধকারাচ্ছন্ন হওয়া সত্বেও জীবন নিয়ে তিনি খুবই আশাবাদী। হৃতিকের প্রেমিকের ভূমিকায় অভিনয় করেছেন ইয়ামি গৌতম, তিনিও অন্ধ। প্রথমে তাদের মধ্যে প্রেম, তারপর বিয়ে হয়।

এরপরই কাহিনি মোড় নেয় অন্যদিকে। তাদের ভালোবাসার সংসারে ঝড় নেমে আসে যখন ইয়ামি অপহরণ হয়। হৃতিক হয়ে ওঠেন প্রতিশোধ পরায়ন।

সিনেমায় রোনিত এবং রোহিত রয় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। তাদেরকেও দেখা গেছে ট্রেইলারে। কাবিল সিনেমাটি প্রযোজনা করেছেন রাকেশ রোশান এবং পরিচালনা করেছেন সঞ্জয় গুপ্তা। আগামী ২৬ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। একই দিনে মুক্তির কথা রয়েছে শাহরুখ খান অভিনীত রইস সিনেমাটি।

দেখুন : কাবিল সিনেমার ট্রেইলার

https://youtu.be/nubDFeiUAsI