
অভিনয় করতে গিয়েই প্রেম হয় টয়া ও শাওনের মধ্যে। সেই প্রেমের রেশ ধরেই চলতি বছরের ফেব্রুয়ারির ২৯ তারিখ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নাটকের জনপ্রিয় জুটি টয়া ও শাওন। মালদ্বীপে হানিমুনে যাওয়ার কথা থাকলেও প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সেটা আর হচ্ছে না। কিন্তু তার বদলে কয়দিন আগেই কক্সবাজার থেকে ঘুরে এসেছেন এ জুটি। সেখানে একসঙ্গে পার করলেন সুন্দর ও ঘনিষ্ঠ সময়। এরপর থেকে সংসার জীবন ভালোই কাটছে তাদের।
টয়া বলেন, স্বামীর সঙ্গে কাজ করতে গিয়ে বেশ অস্বস্তিতে ভুগি। শাওনের সঙ্গে আগে অভিনয় করতাম। তখন কোনো সমস্যা হতো না। কিন্তু ইদানীং খেয়াল করলাম আমার এখন খানিকটা অস্বস্তি লাগে। আবার লজ্জা ও লাগে। আসলে বাস্তব জীবনের মানুষের সঙ্গে অভিনয় করা কঠিন।
এদিকে শাওন ও টয়া দুজনই কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই জুটিকে অফ স্ক্রিনের পাশাপাশি অন স্ক্রিনেও দারুণ মানায়! তাই তো বিয়ের পর এ জুটির কাজের প্রস্তাব যেন আরো বেশি আসছে। ইতিমধ্যে বেশকিছু নাটকে একসঙ্গে অভিনয়ও করেছেন। এনটিভিতে তাদের অভিনীত ‘পরের মেয়ে’ প্রচার হচ্ছে।