প্রেম দীর্ঘদিন টিকিয়ে রাখতে যে পরীক্ষা টি করবেন

লাইফস্টাইল ডেস্কঃ কোন প্রেম আপনাকে শান্তি দেবে— এই প্রশ্নের উত্তর খোঁজেন বেশ কিছু মনোবিদই। মার্কিন যুক্তরাষ্ট্রের ইল্লিনয় বিশ্ববিদ্যালয়ের মনোবিদ সুজান ডেগেস-হোয়াইট এ বিষয়ে কিছু যুক্তিগ্রাহ্য সিদ্ধান্তে এসেছেন। তাঁর মতে, বেশ কিছু লক্ষণ দেখে বোঝা যায়, প্রেম স্থায়ী হবে কি না। নীচে রইল ৫টি লক্ষণের কথা। আপনি মিলিয়ে দেখুন, কতটা আপনার প্রেমের সঙ্গে মেলে। যদি বেশির ভাগটাই মিলে য়ায়, তা হলে নিশ্চিন্তে এগোতে পারেন আপনার মনের মানুষের সঙ্গে স্থায়ী সম্পর্ক গড়ার দিকে।

• আপনি নিজেকে আপনার পার্টনারের থেকে আলাদা করে ভাবেন না। বিয়ে না করেও নিজেদের সব সময়ে ‘কাপল’ হিসেবেই ভাবেন। কিন্তু আপনি যদি দেখেন, আপনার পার্টনার তাঁর কিছু এক্সক্লুসিভ বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন, আপনি ঈর্ষান্বিত বোধ করেন। এমন ক্ষেত্রে সম্পর্ক স্থায়ী হওয়ার সম্ভাবনা কম।

• আপনার পার্টনার কোনও নতুন কিছু আপনার সঙ্গে শেয়ার করলেন। কোনও নতুন অ্যাডভেঞ্চারের প্ল্যান অথবা নতুন কোনও উদ্যোগের কথা। আপনি কতটা তার অংশভাক হতে পারবেন? কতটা সেই পরিকল্পনাকে নিজের বলে ভাবতে পারবেন?

• আপনার পার্টনারের চাকরিতে উন্নতি, তাঁর কোনও সৃজনশীল প্রতিভার স্বীকৃতি আপনি কতটা খুশি মনে নিতে পারেন? আপনার পার্টনারের সাফল্য আপনাকে কোনও বিপন্নতার সামনে ফেলে দেয় না তো?