আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্যতা নাই। বৃহস্পতিবার ভিয়েতনাম সফররত ওবামা সাংবাদিকদের এ কথা বলেন।
বুধবার এনবিসি টেলিভিশনের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেছিলেন, ‘ওবামার চেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভালো নেতা।’ এর পরিপ্রেক্ষিতে ওবামা এ মন্তব্য করলেন।
ওবামা বলেন, ‘এই ব্যক্তির (ট্রাম্প) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে বলে আমি মনে করি না। যতোবারই সে কথা বলে ততোবারই এই ভাবনাটি নিশ্চিত হয়।’
তিনি বলেন, ‘গত ৮/৯ দিনে বিদেশি নেতাদের সঙ্গে আমার যে কথোপকথন হয়েছে সে অভিজ্ঞতা থেকে বলতে পারি এটা অনেক কঠিন কাজ। আপনাকে জানতে হবে কোন বিষয়ে আপনি কথা বলছেন এবং আপনি এ বিষয়ে বাড়িতে প্রাথমিক চর্চা করেছেন কি না। যখন আপনি কথা বলবেন তাতে অবশ্যই আপনি যে নীতি বাস্তবায়ন করতে পারবেন তার প্রতিফলন ঘটতে হবে।’
এর আগে গত মাসে ইরাক যুদ্ধে নিহত এক মার্কিন মুসলিম সেনার বাবা-মা ট্রাম্পের সমালোচনা করেছিলেন। এর জের ধরে তাদের কটাক্ষ করে কথা বলেন ট্রাম্প। তখন ট্রাম্পের সমালোচনা করে ওবামা বলেছিলেন, ‘রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনের যোগ্য নয় এবং সে এটির প্রমাণ দিয়ে যাচ্ছে।’