
রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্লাস্টিকের চাল বিক্রির অভিযোগ উঠেছে। প্রাথমিক তদন্তে সত্যতা মিললেও এসব চাল পরীক্ষার জন্য বিএসটিআইয়ের পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান। এর আগে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ অভিযোগ করেন ভুক্তভোগী সুলতান মাহমুদ।
বালিয়াকান্দি উপজেলার লিশকোল গ্রামের সুলতান মাহমুদ জানান, কয়েক দিন আগে বালিয়াকান্দি বাজারের ব্যবসায়ী অরুণ কুণ্ডুর কাছ থেকে ১৬ কেজি বিনা গোল্ড চাল কিনেছিলেন। কয়েক কেজি চাল রান্না করে খেয়েছেন। তবে ভাতের প্রকৃত স্বাদ পাওয়া যায়নি। তখন বিষয়টি বুঝতে পারেননি। পরে সোমবার এসব চাল দিয়ে তার স্ত্রী পিঠা বানাতে গিয়ে দেখেন চাল গুঁড়া হচ্ছে না।
অভিযোগ বিষয়ে অরুণ কুণ্ডু জানান, বালিয়াকান্দি বাজারের পাইকারি চাল ব্যবসায়ী আব্দুল মান্নান খানের কাছ থেকে ১৫ বস্তা বিনা গোল্ড চাল কিনেছিলেন। তিনি চালে কখনো ভেজাল মেশান না।
আব্দুল মান্নান জানান, ছয় মাস আগে বেনাপোল থেকে পাঁচ টন বিনা গোল্ড চাল এনেছিলেন। তিনি ছাড়াও অন্যদের কাছ থেকে অরুণ চাল কিনে থাকেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান জানান, এ ঘটনার অভিযোগ পাওয়ার পর বাজারে গিয়ে এসব চাল পুড়িয়ে পরীক্ষা করা হয়েছে। সাধারণ চাল আগুনে পুড়ে যাওয়ার কথা। প্লাস্টিকের চাল আগুনে দিলে অন্যরকম হয়।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে এসব চাল প্লাস্টিকের তৈরি বলেই মনে হয়েছে। চালগুলো পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট এলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।