
পয়লা জানুয়ারি জাতীয় পার্টির মহাসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা
জেষ্ঠ প্রতিবেদক : পয়লা জানুয়ারি জাতীয় পার্টির মহাসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে জাতীয় ছাত্রসমাজ।
রোববার বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ছাত্রসমাজ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো. ইফতেকার আহসান।
তিনি বলেন, ‘ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহাসমাবেশ হবে। সমাবেশ সফল করতে নেতা-কর্মীরা প্রস্তুত। সারাদেশ থেকে আমাদের নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেবে। সমাবেশ সফল করে আমরা প্রমাণ করবো ছাত্রসমাজই পল্লীবন্ধু এরশাদের ভ্যানগার্ড।’
সভায় ছাত্রসমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু বলেন, ‘পয়লা জানুয়ারির মহাসমাবেশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেশবাসী তাকিয়ে আছে এ সমাবেশের দিকে। এই মহাসমাবেশ থেকেই পল্লীবন্ধুর নেতৃত্বে আমরা নতুন যাত্রা শুরু করবো।’
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ ইমরান রিপনের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক ইব্রাহিম খান জুয়েল, অর্থ সম্পাদক মনোয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য মো. ইউসুফ হোসেন, কদমতলি থানা সভাপতি তানভির হোসেন সুমন, সাধারণ সম্পাদক ইয়াছিন আরফাত টিপু, শ্যামপুর থানা সভাপতি সাব্বির হোসেন আকাশ, যাত্রাবাড়ী থানা সভাপতি জুয়েল রানাসহ প্রমুখ।